সিলেট প্রতিনিধি,
সিলেটের ওসমানীনগরের সাদীপুর ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় এক কিশোর নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছেন। সাইফুল ইসলাম নামে ওই কিশোরে গুলিতে নিহত হয়েছেন। ঘটনার প্রতিবাদে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
রবিবার সকালে ইউনিয়নের বাংলাবাজার হাতানিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
সাইফুল জগন্নাথপুর উপজেলার উত্তর কালনীচর গ্রামের শরিফ উদ্দিনের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ওসমানীনগর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জগলু চৌধুরী শনিবার বিকালে সাদীপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় গণসংযোগ করেন। সাদীপুর ইউপির সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা কবির উদ্দিন, আরজু মেম্বার তার সঙ্গে ছিলেন।
বাজারের একটি দোকানে চা পান করার সময় কয়েকজন যুবকের সঙ্গে তাদের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। বিষয়টি সমাধানে রবিবার সালিশ বৈঠক ডাকা হয়। বৈঠক চলাকালে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই সাইফুল ইসলাম মারা যান। আহত হন উভয়পক্ষের অর্ধশাধিক ব্যক্তি। তাদের জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আওয়াল চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে পুলিশ। নতুন করে সংঘর্ষের আশঙ্কায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ অবস্থান করছে।