নিউজ ডেস্ক:: সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ শেষে ফেরার পথে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরসহ তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।নগরীর মেন্দিবাগস্থ হোটেল রোজভিউ-এর সামনে থেকে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাকে আটক করে।তবে আটককৃত বাকি দুজনের পরিচয় জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার সঞ্জয় সরকার জানান, আটককৃতদের বর্তমানে ডিবির হেফাজতে রাখা হয়েছে। তবে কোন মামলায় বা কি কারণে তাদের আটক করা হয়েছে তা জানাতে পারেননি পুলিশের এই কর্মকর্তা।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ দাবি করেন, নগরজুড়ে পুলিশ অভিযান চালিয়ে বিএনপির ২০ থেকে ২৫ জন নেতাকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।