সুনামগঞ্জ সদর উপজেলার সুরাম ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের গোয়েন্দা পুলিশের অভিযানে এক ইয়াবা ব্যবসায়ীসহ ১৫ জন জুয়ারীকে আটক করা হয়েছে।
শুক্রবার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের এস আই আমিনুল ইসলাম এর নেতৃত্বে গোয়েন্দা পুলিশের সদস্যরা ইব্রাহিমপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন ইব্রাহিমপুর গ্রামের খালেক মিয়ার ছেলে শেরন মিয়া(৩২),মৃত নুর উদ্দিনের ছেলে আলাউর মিয়া(৩১), মৃত গেদা মিয়ার ছেলে আঞ্জব আলী(৫১),মৃত হাতেম আলীর ছেলে আমির আলী(৩৮),যথী শুক্ল বৈদ্যর ছেলে বাসু দেব শুক্ল বৈদ্য(৩০),মৃত নানু মিয়ার ছেলে রিপন মিয়া(৩৯), মৃত আব্দুর রহিমের ছেলে শামীম মিয়া,মৃত আব্দুল সামাদের ছেলে শাহেল মিয়া(৪০),মৃত হাবিবুর রহমানের ছেলে মোঃ আক্তার মিয়া(৩৮),কোরবান আলীর ছেলে আবুল কালাম(২০),নুরুল আমিনের ছেলে সোজা উদ্দিন(৩২),মৃত মনফর আলীর ছেলে হাবিবুর রহমান(৩৫),মৃত সিরাজ মিয়ার ছেলে সফিক মিয়া(৪০),গিয়াস উদ্দিনের ছেলে দিলোয়ার(৩৫)। এছাড়া ও মইনপুর এলাকার মৃত লাল মিয়ার ছেলে মণির হোসেন(৩২)। এদেরকে আটক করে জেলা গোয়েন্দু পুলিশের কার্যাালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চললে বলে জানান এস আই আমিনুল ইসলাম।
এ ব্যাপারে গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ মোক্তাদির হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।