নিজস্ব প্রতিবেদক,
প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগুপ্তের আসনে তার স্ত্রী জয়া সেনগুপ্তকে মনোয়ন দিয়েছে আওয়ামী লীগ। এছাড়া কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আঞ্জুমান সুলতানা সীমাকে মনোনয়ন দিয়েছে দলটি। আর নরসিংদী জেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েছেন আবদুল মতিন।
রবিবার রাতে দলের মনোয়ন বোর্ডের সভায় তাদের এই মনোনয়ন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে এই সভা অনুষ্ঠিত হয়।
আগামী ৩০ মার্চ সুনামগঞ্জ-২ এবং কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ২০ ফেব্রুয়ারি এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
গত ৫ ফেব্রুয়ারি সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে সুনামগঞ্জ-২ আসনটি শূন্য হয়। আর কুমিল্লা সিটি করপোরেশনের মেয়াদ শেষ হওয়ায় ভোটের তারিখ ঘোষণা করে নতুন নির্বাচন কমিশন। এছাড়া গত ১ ফেব্রুয়ারি মারা যান নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আসাদোজ্জামান। (বিস্তারিত আসছে…)