ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ড. ইউনূস, জামায়াত ও নাহিদ গং ‘লাশের কারিগর’, অভিযোগ ঢাবি শিক্ষকের দুর্গাপূজায় ইলিশ চেয়ে বাংলাদেশ সরকারকে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের চিঠি ফিলিস্তিনি জনগণকে গণহত্যা থেকে রক্ষা করতে পররাষ্ট্র উপদেষ্টার আহ্বান কমিউনিটিভিত্তিক মডেলে মাঠ-পার্ক ব্যবস্থাপনা করবে ডিএনসিসি সোহরাওয়ার্দীতে চার দিনের ‘জুলাই জাগরণ’: সাংস্কৃতিক চেতনায় ফিরে দেখা ২০২৪ বছরের প্রথম ছয় মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতা‌লি গে‌ছেন ৯ হাজার ৭৩৫ জন বিতর্কিত তিন নির্বাচন পর্যালোচনা করতে কমিটি জুলাই গণঅভ্যুত্থানে নিহত হওয়ার স্থানে হবে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ সন্ধ্যার মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস সুনামির সতর্কতায় জাপানের ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র ছাড়ল সব কর্মী

সেল্টার বিপক্ষে বার্সার বড় হার

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৪৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৫
  • 342

1332
বার্সেলোনাকে ৪-১ গোলে হারিয়েছে সেল্টা ভিগো। এই এক পরাজয়ের ধাক্কায় পয়েন্ট টেবিলের শীর্ষস্থান থেকে পাঁচে চলে গিয়েছে লা লিগা চ্যাম্পিয়নরা।

সেল্টা ভিগোর বালাইদোস স্টেডিয়ামে প্রথম ২৫ মিনিটে গোলের দেখা পায়নি কেউ। অচলবস্থা কাটে ২৬ মিনিটে। এ সময় হুগো মালোর বাড়ানো বল পেয়ে যান সেল্টা ভিগোর নলিতো বক্সের বাম পাশ দিয়ে বল জালে জড়ান । পরের মিনিটেই আরো একটি গোল হজম করে বসে বার্সা। এবারও গোলের জোগানদাতা নলিতো। তার হেড থেকে পাওয়া বল বাম পায়ের শটে নিশানা ভেদ করেন লাগো আসপাস ।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারো আঘাত হানে সেল্টা। ম্যাচের ৫৬ মিনিটে নলিতোর সহায়তায় নিজের দ্বিতীয় গোলের দেখা পান আসপাস। ম্যাচের ৮০ মিনিটে একটি গোল শোধ দেয় লুইস এনরিকের শিষ্যরা। গোলটি করেন বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা নেইমার। তবে ৮৩ মিনিটে বার্সেলোনার পরাজয়ের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন সেল্টা ভিগোর জন গুইদেত্তি। তার গোলে ভর করে শেষ পর্যন্ত ৪-১ গোলের পরাজয়ের স্বাদ দেয় মেসিদের।

এই পরাজয়ে ৫ ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান থেকে পঞ্চম স্থানে নেমে গেছে বার্সেলোনা।

ট্যাগস :

ড. ইউনূস, জামায়াত ও নাহিদ গং ‘লাশের কারিগর’, অভিযোগ ঢাবি শিক্ষকের

সেল্টার বিপক্ষে বার্সার বড় হার

আপডেট সময় : ১০:৪৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৫

1332
বার্সেলোনাকে ৪-১ গোলে হারিয়েছে সেল্টা ভিগো। এই এক পরাজয়ের ধাক্কায় পয়েন্ট টেবিলের শীর্ষস্থান থেকে পাঁচে চলে গিয়েছে লা লিগা চ্যাম্পিয়নরা।

সেল্টা ভিগোর বালাইদোস স্টেডিয়ামে প্রথম ২৫ মিনিটে গোলের দেখা পায়নি কেউ। অচলবস্থা কাটে ২৬ মিনিটে। এ সময় হুগো মালোর বাড়ানো বল পেয়ে যান সেল্টা ভিগোর নলিতো বক্সের বাম পাশ দিয়ে বল জালে জড়ান । পরের মিনিটেই আরো একটি গোল হজম করে বসে বার্সা। এবারও গোলের জোগানদাতা নলিতো। তার হেড থেকে পাওয়া বল বাম পায়ের শটে নিশানা ভেদ করেন লাগো আসপাস ।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারো আঘাত হানে সেল্টা। ম্যাচের ৫৬ মিনিটে নলিতোর সহায়তায় নিজের দ্বিতীয় গোলের দেখা পান আসপাস। ম্যাচের ৮০ মিনিটে একটি গোল শোধ দেয় লুইস এনরিকের শিষ্যরা। গোলটি করেন বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা নেইমার। তবে ৮৩ মিনিটে বার্সেলোনার পরাজয়ের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন সেল্টা ভিগোর জন গুইদেত্তি। তার গোলে ভর করে শেষ পর্যন্ত ৪-১ গোলের পরাজয়ের স্বাদ দেয় মেসিদের।

এই পরাজয়ে ৫ ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান থেকে পঞ্চম স্থানে নেমে গেছে বার্সেলোনা।