সৌদি আরবে হজ পালন করতে যাওয়া ব্যক্তিদের নিজ নিজ দেশে ফেরার সর্বশেষ সময় ১৫ই মহররম নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। সৌদি আরব ছাড়তে হজযাত্রীদের বিলম্ব হলে সেক্ষেত্রে যদি হজসেবাদানকারী প্রতিষ্ঠানগুলো কর্তৃপক্ষকে অবহিত করতে ব্যর্থ হয় তাহলে তাদের ১ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা গুনতে হবে। রোববার স্থানীয় গণমাধ্যম সৌদি আরবের অভিবাসন বিষয়ক ডিরেক্টরেট জেনারেলের উদ্বৃতি দিয়ে জানিয়েছে, ভিসার অতিরিক্ত সময় অবস্থানকারী হজযাত্রীদের সংখ্যার ভিত্তিতে জরিমানার সংখ্যা বাড়বে। এছাড়া এমন হজযাত্রীদের বিরুদ্ধেও যথাযথ পদক্ষেপের হুশিয়ারি দিয়েছে ডিরেক্টরেট। এ খবর দিয়েছে আরব নিউজ। হজসেবাদানকারী কোন প্রতিষ্ঠানগুলোকে ২৫হাজার থেকে ১ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে। আর কোন প্রতিষ্ঠানের বিরুদ্ধে যদি বার বার নিয়ম লঙ্ঘনের প্রমাণ মেলে সেক্ষেত্রে শাস্তি আরও কঠোর হবে বলে সতর্ক করে দেয়া হয়। এদিকে, মদিনা থেকে বিপুল সংখ্যক মানুষ ইতিমধ্যে হজ পালন শেষে নিজ নিজ দেশে ফিরে গেছেন। সৌদি আরবের হজ মন্ত্রণালয়ের মদিনা কার্যালয়ের রেকর্ড অনুযায়ী, আকাশ ও স্থলপথে এখন পর্যন্ত ৫ লাখ ২৫ হাজার ৪৮৩ জন হজযাত্রী দেশে ফিরে গেছেন।
সংবাদ শিরোনাম ::
হজযাত্রীদের ১৫ই মহররমের মধ্যে সৌদি আরব ছাড়তে হবে
-
প্রতিনিধি
- আপডেট সময় : ১১:৩৭:০৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০১৫
- 318
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ