ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

হামলা বন্ধ না হওয়া পর্যন্ত পারমাণবিক আলোচনা বাতিল করল ইরান

ইরান সাফ জানিয়ে দিয়েছে, তাদের ওপর হামলা চলতে থাকলে তারা নিজেদের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন করে আর কোনও আলোচনা করবে না।

এই ঘোষণাটি এলো ঠিক তখনই, যখন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এয়াল জামির সতর্ক করে বলেছেন, ইরানের সঙ্গে দীর্ঘস্থায়ী লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে এবং সামনে কঠিন সময় আসছে।

শনিবার (২১ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জেনেভায় ইউরোপীয় কূটনীতিকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। ইউরোপীয় দেশগুলো (যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়ন) তাকে কূটনৈতিক আলোচনায় ফিরে আসার আহ্বান জানায়, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা পুনরায় শুরুর ব্যাপারে।

তবে আরাগচি স্পষ্ট করে জানান, “ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হলে আমরা কোনও কূটনৈতিক আলোচনা করব না।”

তিনি দাবি করেন, “ইরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ এবং আত্মরক্ষার অধিকার আন্তর্জাতিক আইনে বৈধ। আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কোনও আলোচনা হবে না।”

এদিকে ইসরায়েল ঘোষণা করেছে, তারা ইরানে নতুন করে ক্ষেপণাস্ত্র গুদাম ও উৎক্ষেপণ কেন্দ্র লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। এর আগে ইরান কেন্দ্রীয় ইসরায়েলের দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

ইরানের হামলার পর তেল আবিবের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। খবরে বলা হয়েছে, একটি ভবনে আগুন ধরে গেছে, সম্ভবত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে। এর আগে শুক্রবার ইরান হাইফা শহর লক্ষ্য করে ২০টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় এবং এতে একজন নারী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এই নিয়ে ইসরায়েলে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫ জনে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায়, তারা ইরানের পশ্চিমাঞ্চলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের গুদাম ও উৎক্ষেপণ কেন্দ্রগুলোতে হামলা চালিয়েছে। গত সপ্তাহে ইসরায়েল ইরানের একাধিক সামরিক স্থাপনা, অস্ত্র মজুতকেন্দ্র ধ্বংস করে এবং কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এসব হামলায় কমপক্ষে ২২৪ জন নিহত হয়েছেন, যদিও মানবাধিকার সংস্থাগুলোর হিসাব মতে এই সংখ্যা ৬৩৯ ছাড়িয়ে গেছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

হামলা বন্ধ না হওয়া পর্যন্ত পারমাণবিক আলোচনা বাতিল করল ইরান

আপডেট সময় : ১০:০৫:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫

ইরান সাফ জানিয়ে দিয়েছে, তাদের ওপর হামলা চলতে থাকলে তারা নিজেদের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন করে আর কোনও আলোচনা করবে না।

এই ঘোষণাটি এলো ঠিক তখনই, যখন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এয়াল জামির সতর্ক করে বলেছেন, ইরানের সঙ্গে দীর্ঘস্থায়ী লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে এবং সামনে কঠিন সময় আসছে।

শনিবার (২১ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জেনেভায় ইউরোপীয় কূটনীতিকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। ইউরোপীয় দেশগুলো (যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়ন) তাকে কূটনৈতিক আলোচনায় ফিরে আসার আহ্বান জানায়, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা পুনরায় শুরুর ব্যাপারে।

তবে আরাগচি স্পষ্ট করে জানান, “ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হলে আমরা কোনও কূটনৈতিক আলোচনা করব না।”

তিনি দাবি করেন, “ইরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ এবং আত্মরক্ষার অধিকার আন্তর্জাতিক আইনে বৈধ। আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কোনও আলোচনা হবে না।”

এদিকে ইসরায়েল ঘোষণা করেছে, তারা ইরানে নতুন করে ক্ষেপণাস্ত্র গুদাম ও উৎক্ষেপণ কেন্দ্র লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। এর আগে ইরান কেন্দ্রীয় ইসরায়েলের দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

ইরানের হামলার পর তেল আবিবের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। খবরে বলা হয়েছে, একটি ভবনে আগুন ধরে গেছে, সম্ভবত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে। এর আগে শুক্রবার ইরান হাইফা শহর লক্ষ্য করে ২০টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় এবং এতে একজন নারী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এই নিয়ে ইসরায়েলে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫ জনে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায়, তারা ইরানের পশ্চিমাঞ্চলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের গুদাম ও উৎক্ষেপণ কেন্দ্রগুলোতে হামলা চালিয়েছে। গত সপ্তাহে ইসরায়েল ইরানের একাধিক সামরিক স্থাপনা, অস্ত্র মজুতকেন্দ্র ধ্বংস করে এবং কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এসব হামলায় কমপক্ষে ২২৪ জন নিহত হয়েছেন, যদিও মানবাধিকার সংস্থাগুলোর হিসাব মতে এই সংখ্যা ৬৩৯ ছাড়িয়ে গেছে।