হিরো ট্যাক্সিচালক ক্যামব্রিজ নিউজের শিরোনামে সলিসিটর নাসির উদ্দিন…….
প্রতিদিনের মত কাজে এসেছেন পার্ট টাইম ট্যক্সিচালক নাসির উদ্দিন। গত ১৮ ফেব্রুয়ারী
আনুমানিক রাত দুটো। ডাক আসে এক রোগীকে নিয়ে হসপিটালে যেতে হবে। ক্যামব্রীজ শহরে
মীডসামার হোমে পাশে ঠিক দরজার সামনে গাড়ি থামতেই দেখতে পান দরজার পাশে কে যেন মোড় নিয়ে ঢলে পড়ছে। তড়িগড়ি করে নেমে দেখেন আশি বছরের বয়োবৃদ্ধ বৌল ক্যান্সারের রোগী ব্যথা যন্ত্রনায় কাতরাচ্ছেন। নির্জন রাতে নিরুপায় হয়ে ডাকেন এম্বুলেন্স। কর্তৃপক্ষ এমন রোগীর ক্ষেত্রে এম্বুলেন্স অগ্রাধিকার নেই বলে পরামর্শ দিলে নাসির একটি জীবন বাচাতে আপ্রাণ চেষ্টা চালান। অবস্থা গুরুতর মনে হলে আবার ৯৯৯ ডায়েল করেন এবং আশংকার কথা জানান। এম্বুলেন্স আসে ঠিকই ততক্ষনে বয়োবৃদ্ধ ডীন মৃত্যুর কোলে ঢলে পড়েন।
ক্যাম ক্যাব এসোসিয়েশনর সাধারণ সম্পাদক
নাসির উদ্দিন বলেন,” এম্বুলেন্স যদি সময়মত আসত হয়ত আমার সম্মূখে মৃত্যু হত না। আমি মনে করি
কমিউনিটির সেবায় এম্বুলেন্স সার্ভিস আরো উন্নত এবং গতিশীল হওয়া জরুরি “।
স্থানীয় সংবাদ মাধ্যম ক্যামব্রিজ নিউজ এমন সাহসিক এবং আন্তরিক প্রচেষ্টার কথা ফলাও করে প্রচার করে।
বড়লেখা উপজেলার শাহবাজপুরের নাসির উদ্দিনকে হিরো ট্যাক্সি ড্রাইভার আখ্যা দিয়ে শিরোনাম করেছে পত্রিকাটি। নাসির গতবছর বেশ সাফল্যের ল’ডিগ্রী সম্পন্ন করে ট্রেইনি সলিসিটর হিসেবেও কাজ করছেন।