বিএনপির অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল আগামী ৫ই আগস্ট বিগত ফ্যাসিস্ট সরকারের পতন উপলক্ষে একটি বিজয় র্যালির আয়োজন করতে যাচ্ছে। এ উপলক্ষে আজ কৃষকদলের উদ্যোগে এক প্রস্তুতি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম বাবুল। সভায় তারা দলের নেতাকর্মীদের র্যালিকে সফল করতে করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
নেতৃবৃন্দ র্যালিকে একটি ঐতিহাসিক কর্মসূচি হিসেবে উল্লেখ করে বলেন, “৫ আগস্ট হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধারের পথে একটি মাইলফলক দিন। এই দিনটি যথাযথভাবে উদযাপন করতে হবে।”
সভায় অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন এবং কর্মসূচিকে সফল করতে সকলের ঐক্যবদ্ধ অংশগ্রহণের আহ্বান জানান।