আমিরাত প্রতিনিধি :
দুবাই আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আনন্দঘন পরিবেশে মাঝে ব্যাপক প্রস্তুতি নিয়েছে নেতাকর্মীরা। শনিবার দেশটির দেরা দুবাই আল-খালিজ গ্রান্ড হোটেল হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মুহাম্মদ দেলোয়ার আহম্মদ জানান, আমাদের সম্মেলনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট মুহাম্মদ কামরুল ইসলাম উপস্থিত থাকবেন।
তিনি আরও বলেন, আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডা. মোহাম্মদ ইমরান, দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল এস. বদিরুজ্জামান, আমিরাত আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আল মামুন সরকার-সহ আমিরাতে অবস্থিত আওয়ামী পরিবারকে দাওয়াত দেয়া হয়েছে। আশা করা হচ্ছে তারা সবাই আসবেন।