ঢাকা ০১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

জন্মদিনে প্রেশার কুকার উপহার চাইলেন কেট

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৫৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০১৫
  • 317

1415
৫ অক্টোবর ‘টাইটানিক’ খ্যাত তারকা কেট উইন্সলেটের জন্মদিন। আর তার ৪০তম জন্মবার্ষিকীতে সহশিল্পী মাইকেল ফাসবেন্ডারের কাছে উপহার হিসেবে একটি প্রেশার কুকার চেয়েছেন তিনি। কেটের এই আবদার শুনে তো অবাক ফাসবেন্ডার।

কেট অবশ্য তার কারণ হিসাবে ব্যাখ্যা দিয়ে বলেছেন, ‘প্রেশার কুকারে রান্না হবে হাড়ের এক বিশেষ ঝোল বা স্যুপ। কুচি করা রসুন, শাক-পাতা দিয়ে সেই হাড় প্রেশার কুকারে সেদ্ধ করতে হবে ১২ ঘণ্টা। ব্যস, তারপরেই তৈরি হয়ে যাবে সেই পুষ্টিকর হাড়ের ঝোল। এ খাবার নিয়মিত খেলে দূর হয়ে যাবে শরীরের নানা ঝামেলা, আর বয়সও অনেক কম দেখাবে’।

মাইকেল ফাসবেন্ডার মহাখুশি হয়ে বলেছেন, ‘ঠিক আছে, আমাকে যদি একটু খেতে দাও তাহলে অবশ্যই প্রেশার কুকার কিনে দেব।’

ট্যাগস :

জন্মদিনে প্রেশার কুকার উপহার চাইলেন কেট

আপডেট সময় : ১০:৫৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০১৫

1415
৫ অক্টোবর ‘টাইটানিক’ খ্যাত তারকা কেট উইন্সলেটের জন্মদিন। আর তার ৪০তম জন্মবার্ষিকীতে সহশিল্পী মাইকেল ফাসবেন্ডারের কাছে উপহার হিসেবে একটি প্রেশার কুকার চেয়েছেন তিনি। কেটের এই আবদার শুনে তো অবাক ফাসবেন্ডার।

কেট অবশ্য তার কারণ হিসাবে ব্যাখ্যা দিয়ে বলেছেন, ‘প্রেশার কুকারে রান্না হবে হাড়ের এক বিশেষ ঝোল বা স্যুপ। কুচি করা রসুন, শাক-পাতা দিয়ে সেই হাড় প্রেশার কুকারে সেদ্ধ করতে হবে ১২ ঘণ্টা। ব্যস, তারপরেই তৈরি হয়ে যাবে সেই পুষ্টিকর হাড়ের ঝোল। এ খাবার নিয়মিত খেলে দূর হয়ে যাবে শরীরের নানা ঝামেলা, আর বয়সও অনেক কম দেখাবে’।

মাইকেল ফাসবেন্ডার মহাখুশি হয়ে বলেছেন, ‘ঠিক আছে, আমাকে যদি একটু খেতে দাও তাহলে অবশ্যই প্রেশার কুকার কিনে দেব।’