ঢাকা ০১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

প্রশ্নপত্র ফাঁস: র‌্যাব হেফাজতে ইউজিসি কর্মকর্তার মৃত্যু

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:১০:১১ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০১৫
  • 287

1411
মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেপ্তার ওমর সিরাজ (৩২) র‌্যাব হেফাজতে মারা গেছেন। তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়ার পর ওমর সিরাজকে ইউজিসি কর্তৃপক্ষ সাময়িক বরখাস্ত করেছিল। বৃহস্পতিবার রাতে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
র‌্যাব, পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর এক সদস্য সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় ওমর সিরাজের লাশ ঢাকা মেডিকেল মর্গে নিয়ে যায়। গত ১৮ সেপ্টেম্বর আগারগাঁওয়ের ইউজিসি কার্যালয়ের একটি কক্ষে অভিযান চালিয়ে ওমর সিরাজ, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের স্টোরকিপার রেজাউল করিম ও ঈশান ইমতিয়াজ হৃদয় নামে তিনজনকে আটক করে র‌্যাব। ১৯ সেপ্টেম্বর এ ঘটনায় শেরেবাংলানগর থানায় র‌্যাবের একজন ডিএডি বাদি হয়ে এই তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে তাদের আদালতে সোপর্দ করে দুই দিনের রিমাণ্ডে নিয়ে থানা পুলিশ জিজ্ঞাসাবাদ করে। ২৪ সেপ্টেম্বর মামলাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়। র‌্যাব-৪ মামলাটি তদন্ত করছিল। র‌্যাব-৪ এর অপারেশন অফিসার এএসপি মুজাহিদ জানান, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তারকৃতদের সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা জানতে র‌্যাবের পক্ষ থেকে তাদের দ্বিতীয় দফায় দুদিনের রিমান্ডে নেয়া হয়। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় ওমর সিরাজ অসুস্থতাবোধ করলে তাকে তাৎক্ষণিক হৃদরোগ ইন্সটিটিউটে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সোয়া ৭টার দিকে তিনি মারা যান। শেরেবাংলানগর থানার এসআই মাকারেশ জানান, পুলিশের কোনো সদস্য নয়, র‌্যাবের সদস্যরাই ওমর সিরাজের লাশ ঢাকা মেডিকেলের মর্গে পাঠিয়েছে।

ট্যাগস :

প্রশ্নপত্র ফাঁস: র‌্যাব হেফাজতে ইউজিসি কর্মকর্তার মৃত্যু

আপডেট সময় : ০২:১০:১১ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০১৫

1411
মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেপ্তার ওমর সিরাজ (৩২) র‌্যাব হেফাজতে মারা গেছেন। তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়ার পর ওমর সিরাজকে ইউজিসি কর্তৃপক্ষ সাময়িক বরখাস্ত করেছিল। বৃহস্পতিবার রাতে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
র‌্যাব, পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর এক সদস্য সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় ওমর সিরাজের লাশ ঢাকা মেডিকেল মর্গে নিয়ে যায়। গত ১৮ সেপ্টেম্বর আগারগাঁওয়ের ইউজিসি কার্যালয়ের একটি কক্ষে অভিযান চালিয়ে ওমর সিরাজ, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের স্টোরকিপার রেজাউল করিম ও ঈশান ইমতিয়াজ হৃদয় নামে তিনজনকে আটক করে র‌্যাব। ১৯ সেপ্টেম্বর এ ঘটনায় শেরেবাংলানগর থানায় র‌্যাবের একজন ডিএডি বাদি হয়ে এই তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে তাদের আদালতে সোপর্দ করে দুই দিনের রিমাণ্ডে নিয়ে থানা পুলিশ জিজ্ঞাসাবাদ করে। ২৪ সেপ্টেম্বর মামলাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়। র‌্যাব-৪ মামলাটি তদন্ত করছিল। র‌্যাব-৪ এর অপারেশন অফিসার এএসপি মুজাহিদ জানান, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তারকৃতদের সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা জানতে র‌্যাবের পক্ষ থেকে তাদের দ্বিতীয় দফায় দুদিনের রিমান্ডে নেয়া হয়। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় ওমর সিরাজ অসুস্থতাবোধ করলে তাকে তাৎক্ষণিক হৃদরোগ ইন্সটিটিউটে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সোয়া ৭টার দিকে তিনি মারা যান। শেরেবাংলানগর থানার এসআই মাকারেশ জানান, পুলিশের কোনো সদস্য নয়, র‌্যাবের সদস্যরাই ওমর সিরাজের লাশ ঢাকা মেডিকেলের মর্গে পাঠিয়েছে।