ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ক্যান্সার আক্রান্ত শিশুর পাশে টেইলর সুইফট

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৩৮:২৩ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০১৫
  • 320

1448
জনপ্রিয় মার্কিন সংগীত তারকা টেইলর সুইফট সম্প্রতি ক্যানসার আক্রান্ত এক কিশোরের চিকিত্সার জন্য ৫০ হাজার ডলার সহায়তা করেছেন। আইডেন নামের ঐ শিশুটির বয়স ১৩ মাস। আইডেন টেইলর সুইফটের বিভিন্ন সফরের সঙ্গী নৃত্যশিল্পী কিম টোশি ডেভিডসনের ভাইপো।

টেইলর সুইফটের ‘১৮৮৯’ বিশ্ব সফরের সময় থেকেই বিভিন্ন মঞ্চে টেইলরের সঙ্গে নাচে অংশ নিয়েছেন কিম টোশি ডেভিডসন। আইডেনের অসুস্থতার বিষয়টি জানতে পেরে টেইলর সুইফট আইডেনের চিকিত্সা সহায়তার জন্য একটি ফান্ড বা তহবিল তৈরির ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা রেখেছেন। একই সঙ্গে সেখানে নিজে নগদ ৫০ হাজার ডলার অর্থ সহায়তা দিয়েছে।
1449আইডেনের জন্য ‘গোফান্ডমি’ পেজে একটি বার্তায় তিনি বলেছেন, বেবি আইডেন, আমার অনেক সৌভাগ্য যে, আমি তোমার চাচার সঙ্গে একই মঞ্চে নেচেছি। আমরা সবাই তোমার ও তোমার মার জন্য প্রার্থনা করছি। তোমার জন্য অনেক ভালোবাসা। ভালোবাসা, টেইলর।

এদিকে, টেইলর সুইফটের এই সহায়তার জন্য ইনস্টাগ্রামে পোস্ট পাঠিয়ে টোশি লিখেছেন, সুইফট এক দেবদূত। তাকে ধন্যবাদ জানানোর জন্য আমি ও আমার পরিবার ভাষা খুঁজে পাচ্ছি না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ক্যান্সার আক্রান্ত শিশুর পাশে টেইলর সুইফট

আপডেট সময় : ১০:৩৮:২৩ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০১৫

1448
জনপ্রিয় মার্কিন সংগীত তারকা টেইলর সুইফট সম্প্রতি ক্যানসার আক্রান্ত এক কিশোরের চিকিত্সার জন্য ৫০ হাজার ডলার সহায়তা করেছেন। আইডেন নামের ঐ শিশুটির বয়স ১৩ মাস। আইডেন টেইলর সুইফটের বিভিন্ন সফরের সঙ্গী নৃত্যশিল্পী কিম টোশি ডেভিডসনের ভাইপো।

টেইলর সুইফটের ‘১৮৮৯’ বিশ্ব সফরের সময় থেকেই বিভিন্ন মঞ্চে টেইলরের সঙ্গে নাচে অংশ নিয়েছেন কিম টোশি ডেভিডসন। আইডেনের অসুস্থতার বিষয়টি জানতে পেরে টেইলর সুইফট আইডেনের চিকিত্সা সহায়তার জন্য একটি ফান্ড বা তহবিল তৈরির ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা রেখেছেন। একই সঙ্গে সেখানে নিজে নগদ ৫০ হাজার ডলার অর্থ সহায়তা দিয়েছে।
1449আইডেনের জন্য ‘গোফান্ডমি’ পেজে একটি বার্তায় তিনি বলেছেন, বেবি আইডেন, আমার অনেক সৌভাগ্য যে, আমি তোমার চাচার সঙ্গে একই মঞ্চে নেচেছি। আমরা সবাই তোমার ও তোমার মার জন্য প্রার্থনা করছি। তোমার জন্য অনেক ভালোবাসা। ভালোবাসা, টেইলর।

এদিকে, টেইলর সুইফটের এই সহায়তার জন্য ইনস্টাগ্রামে পোস্ট পাঠিয়ে টোশি লিখেছেন, সুইফট এক দেবদূত। তাকে ধন্যবাদ জানানোর জন্য আমি ও আমার পরিবার ভাষা খুঁজে পাচ্ছি না।