ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সানিয়া-হিঙ্গিসের উহান ওপেন জয়

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৪৫:৫০ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০১৫
  • 331

1452
সুইস তারকা মার্টিনা হিঙ্গিসকে সঙ্গে নিয়ে ভারতীয় টেনিস সেনসেশন সানিয়া মির্জা তাদের সাফল্যের ধারা অব্যাহত রেখেছেন। শনিবার উহান ডাবলসের শিরোপা জিতে এই জুটি তাদের সাফল্যের মুকুটে আরেকটি পালক যোগ করেছেন। এই নিয়ে এই জুটি সপ্তম দ্বৈত শিরোপা লাভ করলেন। বিশ্ব দ্বৈত র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে থাকা এই জুটি ফাইনালে রোমানিয়ান জুটি ইরিনা-ক্যামেলিয়া বেগু ও মোনিকা নিকোলেসকু জুটিকে ৬-২, ৬-৩ গেমে পরাজিত করে শিরোপা লাভ করেন।

শীর্ষ বাছাই হিসেবে সানিয়া-হিঙ্গিস জুটি প্রথম রাউন্ডে বাই পাবার পরে দ্বিতীয় রাউন্ড, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে সহজ জয় দিয়েই ফাইনালের পথ নিশ্চিত করেছেন। ফাইনালে তিনবার সার্ভিস ড্রপ করার পরে দ্বিতীয় সেটে ২-০ ব্যবধানে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় তুলে নেয় এ জুটি।

এই জয়ের মাধ্যমে ইন্দো-সুইস জুটি চলতি বছর সাতটি ডব্লিউটিএ ডাবলস শিরোপা দখল করলেন। শিরোপগুলো হচ্ছে ইন্ডিয়ান ওয়েলস, মায়ামি, চার্লসটন, উইম্বলডন, ইউএস ওপেন, গুয়াংজু ও উহান। সর্বশেষ তিনটি টুর্নামেন্ট ও ১৩টি ম্যাচে তারা একটি সেটও পরাজিত হননি। এই জুটির পরবর্তী মিশন বেইজিংয়ের চায়না ওপেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সানিয়া-হিঙ্গিসের উহান ওপেন জয়

আপডেট সময় : ১০:৪৫:৫০ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০১৫

1452
সুইস তারকা মার্টিনা হিঙ্গিসকে সঙ্গে নিয়ে ভারতীয় টেনিস সেনসেশন সানিয়া মির্জা তাদের সাফল্যের ধারা অব্যাহত রেখেছেন। শনিবার উহান ডাবলসের শিরোপা জিতে এই জুটি তাদের সাফল্যের মুকুটে আরেকটি পালক যোগ করেছেন। এই নিয়ে এই জুটি সপ্তম দ্বৈত শিরোপা লাভ করলেন। বিশ্ব দ্বৈত র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে থাকা এই জুটি ফাইনালে রোমানিয়ান জুটি ইরিনা-ক্যামেলিয়া বেগু ও মোনিকা নিকোলেসকু জুটিকে ৬-২, ৬-৩ গেমে পরাজিত করে শিরোপা লাভ করেন।

শীর্ষ বাছাই হিসেবে সানিয়া-হিঙ্গিস জুটি প্রথম রাউন্ডে বাই পাবার পরে দ্বিতীয় রাউন্ড, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে সহজ জয় দিয়েই ফাইনালের পথ নিশ্চিত করেছেন। ফাইনালে তিনবার সার্ভিস ড্রপ করার পরে দ্বিতীয় সেটে ২-০ ব্যবধানে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় তুলে নেয় এ জুটি।

এই জয়ের মাধ্যমে ইন্দো-সুইস জুটি চলতি বছর সাতটি ডব্লিউটিএ ডাবলস শিরোপা দখল করলেন। শিরোপগুলো হচ্ছে ইন্ডিয়ান ওয়েলস, মায়ামি, চার্লসটন, উইম্বলডন, ইউএস ওপেন, গুয়াংজু ও উহান। সর্বশেষ তিনটি টুর্নামেন্ট ও ১৩টি ম্যাচে তারা একটি সেটও পরাজিত হননি। এই জুটির পরবর্তী মিশন বেইজিংয়ের চায়না ওপেন।