ঢাকা ০২:১৯ অপরাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রোববার ভারত যাচ্ছে বাংলাদেশের ১০০ তরুণ

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:০৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০১৫
  • 343

1458
প্রেসিডেন্ট প্রণব মুখার্জীর আমন্ত্রণে ভারতে যাচ্ছে বাংলাদেশের ১০০জন তরুণের একটি প্রতিনিধি দল। চতুর্থবারের মতো ১০০ বাংলাদেশী তরুণ-তরণী ভারতের প্রেসিডেন্টের আমন্ত্রণে রাষ্ট্রীয়ভাবে দেশটি ভ্রমণের সুযোগ পাচ্ছেন। ২০১২ সাল থেকে ভারতের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগীতায় ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এ সফরের আয়োজন করে আসছে। এবারের প্রতিনিধি দলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, শিল্পী রয়েছেন। শনিবার গুলশানের ইন্দিরাগান্ধী কালচারাল সেন্টারে প্রতিনিধি দলের উপস্থিতিতে সফরের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ শরন। অনুষ্ঠানে বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহিম, সংগীত শিল্পী পার্থ বড়–য়া, অভিনেত্রী বিদ্যা সিনহা মীম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ৪ঠা থেকে ১১ই অক্টোবর পর্যন্ত এ সফরে প্রতিনিধি দলের দিল্লী, আগ্রা, জয়পুর ও কলকাতার বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শনের কথা রয়েছে। এছাড়া শিক্ষা, ব্যবসা, বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে সম্পর্কিত কিছু প্রতিষ্ঠান তারা পরিদর্শন করবেন। সফরে প্রেসিডেন্ট প্রণব মুখার্জীর সঙ্গে সাক্ষাতসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সাক্ষাত করবেন তারা। এ সফর দু’দেশের বন্ধুত্ব, সম্প্রীতি ও পরস্পরকে জানার সুযোগ বৃদ্ধি করবে বলে আশা ব্যক্ত করেন আয়োজকরা। এদিকে বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে ভারতে যাচ্ছেন চিত্রশিল্পী সানজিদা আক্তার শিপ্রা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিষয়ক স্থাপত্যের চিত্রকর্ম তার প্রধান বিষয়। একুশে পদকপ্রাপ্ত শহীদ হুমায়ূন কবীর বালুর পুত্রবধূ তিনি।

ট্যাগস :

রোববার ভারত যাচ্ছে বাংলাদেশের ১০০ তরুণ

আপডেট সময় : ১১:০৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০১৫

1458
প্রেসিডেন্ট প্রণব মুখার্জীর আমন্ত্রণে ভারতে যাচ্ছে বাংলাদেশের ১০০জন তরুণের একটি প্রতিনিধি দল। চতুর্থবারের মতো ১০০ বাংলাদেশী তরুণ-তরণী ভারতের প্রেসিডেন্টের আমন্ত্রণে রাষ্ট্রীয়ভাবে দেশটি ভ্রমণের সুযোগ পাচ্ছেন। ২০১২ সাল থেকে ভারতের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগীতায় ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এ সফরের আয়োজন করে আসছে। এবারের প্রতিনিধি দলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, শিল্পী রয়েছেন। শনিবার গুলশানের ইন্দিরাগান্ধী কালচারাল সেন্টারে প্রতিনিধি দলের উপস্থিতিতে সফরের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ শরন। অনুষ্ঠানে বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহিম, সংগীত শিল্পী পার্থ বড়–য়া, অভিনেত্রী বিদ্যা সিনহা মীম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ৪ঠা থেকে ১১ই অক্টোবর পর্যন্ত এ সফরে প্রতিনিধি দলের দিল্লী, আগ্রা, জয়পুর ও কলকাতার বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শনের কথা রয়েছে। এছাড়া শিক্ষা, ব্যবসা, বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে সম্পর্কিত কিছু প্রতিষ্ঠান তারা পরিদর্শন করবেন। সফরে প্রেসিডেন্ট প্রণব মুখার্জীর সঙ্গে সাক্ষাতসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সাক্ষাত করবেন তারা। এ সফর দু’দেশের বন্ধুত্ব, সম্প্রীতি ও পরস্পরকে জানার সুযোগ বৃদ্ধি করবে বলে আশা ব্যক্ত করেন আয়োজকরা। এদিকে বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে ভারতে যাচ্ছেন চিত্রশিল্পী সানজিদা আক্তার শিপ্রা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিষয়ক স্থাপত্যের চিত্রকর্ম তার প্রধান বিষয়। একুশে পদকপ্রাপ্ত শহীদ হুমায়ূন কবীর বালুর পুত্রবধূ তিনি।