আন্তর্জাতিক ডেস্ক:: ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পর পাক-ভারত সম্পর্ক কিছুটা স্বাভাবিক হবে বলে ধারণা করা হয়েছে।কিন্তু রোববার তার উল্টো ঘটনা ঘটেছে।ভারতের সীমানার মধ্যে ঢুকে দেশটির ৩ সেনা সদস্যকে হত্যা করেছে পাকিস্তানি সেনা সদস্যরা। তবে ভারতীয়দের পাল্টা হামলায় ২ পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে খবর দিয়েছে কলকাতা২৪।
খবরে বলা হয়েছে, পাকিস্তান সীমান্তের ৫০ মিটার ভেতরে ঢুকে ‘বর্ডার অ্যাকশন টিম’ এ হামলা চালায়। হামলাকারীদের কাছে যুদ্ধে নিয়োজিত সেনাদের মতোই গোলাবারুদ বহন করছিল।
যে তিনজন সেনা সদস্য নিহত হয়েছে তারা হলেন,হাবিলদার কওশল কুমার,ল্যান্স নায়েক রজনীত সিং ও রাইফেলম্যান রজত কুমার বাসান। এছাড়াও রাকেশ কুমার নামের এক সেক্টর রাইফেলম্যান আহত হয়েছে।