ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে টেক্কা দিতে নতুন অস্ত্র প্রকাশ্যে আনল চীন

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৩১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮
  • 399

আন্তর্জাতিক ডেস্ক:: বিদেশের বাজারে বিক্রির জন্য তাদের প্রথম মানববিহীন যুদ্ধ হেলিকপ্টার প্রকাশ্যে আনল চীন। চীনেরর উত্তর-পূর্বের তাইজিং প্রদেশে অনুষ্ঠিত হওয়া চতুর্থ চায়না হেলিকপ্টার এক্সপোতে প্রথম দেখান হল ‘হেলিকপ্টার AV500W’-কে। এই হেলিকপ্টারটি তৈরি করেছে অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পস অফ চায়না।

জানা গেছে, মানববিহীন যুদ্ধ কপ্টারটির দৈর্ঘ্য ৭.২ মিটার, ওজন ৪৫০ কিলোগ্রাম ও গতিবেগ ঘন্টায় ১৭০ কিলোমিটার। সূত্রের খবর, ১২০ কিলোগ্রাম ওজনের অস্ত্র ও মালপত্র বহনে সক্ষম এই কপ্টার। চীনা মিডিয়া সূত্রে খবর, মধ্য-প্রাচ্যের যে সমস্ত দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে মূলত তাদেরকেই এই কপ্টার বিক্রি করতে চায় চীন।

এর অন্যতম নির্মাণকর্তা জিয়াং তাইয়ু জানিয়েছেন, গত আগস্ট মাসে প্রথম পরীক্ষায় সফল হয়েছে এই কপ্টার। এমনকি যেকোন স্থান ও পরিবেশে ওঠা-নামা করতেও সক্ষম এটি। চলতি বছরের মধ্যে কপ্টারটির চূড়ান্ত পরীক্ষা শেষ করতে চায় চীন। ২০১৯ থেকে শুরু হবে বিদেশে বিক্রি।

এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে শুধুমাত্র রয়েছে মানবহীন যুদ্ধ হেলিকপ্টার। সেই তালিকায় নতুন সহযোজন চীন। বিশেষজ্ঞরা বলছে, আট কিলোগ্রাম ওজনের এয়ার-টু-গ্রাউন্ড মিসাইল বহনে সক্ষম এই হেলিকপ্টারে রয়েছে ব়্যাডার হোমিং টেকনলগি। পাঁচ কিলোমিটার দূরে থাকা শত্রুকে নিমেষে খতম করতে পারবে এটি। এছাড়া রয়েছে বোম্বার মেশিন।

ট্যাগস :

যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে টেক্কা দিতে নতুন অস্ত্র প্রকাশ্যে আনল চীন

আপডেট সময় : ০৩:৩১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮

আন্তর্জাতিক ডেস্ক:: বিদেশের বাজারে বিক্রির জন্য তাদের প্রথম মানববিহীন যুদ্ধ হেলিকপ্টার প্রকাশ্যে আনল চীন। চীনেরর উত্তর-পূর্বের তাইজিং প্রদেশে অনুষ্ঠিত হওয়া চতুর্থ চায়না হেলিকপ্টার এক্সপোতে প্রথম দেখান হল ‘হেলিকপ্টার AV500W’-কে। এই হেলিকপ্টারটি তৈরি করেছে অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পস অফ চায়না।

জানা গেছে, মানববিহীন যুদ্ধ কপ্টারটির দৈর্ঘ্য ৭.২ মিটার, ওজন ৪৫০ কিলোগ্রাম ও গতিবেগ ঘন্টায় ১৭০ কিলোমিটার। সূত্রের খবর, ১২০ কিলোগ্রাম ওজনের অস্ত্র ও মালপত্র বহনে সক্ষম এই কপ্টার। চীনা মিডিয়া সূত্রে খবর, মধ্য-প্রাচ্যের যে সমস্ত দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে মূলত তাদেরকেই এই কপ্টার বিক্রি করতে চায় চীন।

এর অন্যতম নির্মাণকর্তা জিয়াং তাইয়ু জানিয়েছেন, গত আগস্ট মাসে প্রথম পরীক্ষায় সফল হয়েছে এই কপ্টার। এমনকি যেকোন স্থান ও পরিবেশে ওঠা-নামা করতেও সক্ষম এটি। চলতি বছরের মধ্যে কপ্টারটির চূড়ান্ত পরীক্ষা শেষ করতে চায় চীন। ২০১৯ থেকে শুরু হবে বিদেশে বিক্রি।

এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে শুধুমাত্র রয়েছে মানবহীন যুদ্ধ হেলিকপ্টার। সেই তালিকায় নতুন সহযোজন চীন। বিশেষজ্ঞরা বলছে, আট কিলোগ্রাম ওজনের এয়ার-টু-গ্রাউন্ড মিসাইল বহনে সক্ষম এই হেলিকপ্টারে রয়েছে ব়্যাডার হোমিং টেকনলগি। পাঁচ কিলোমিটার দূরে থাকা শত্রুকে নিমেষে খতম করতে পারবে এটি। এছাড়া রয়েছে বোম্বার মেশিন।