আন্তর্জাতিক ডেস্ক:: নাইজেরিয়ায় জেলবন্দি এক নেতার ডাকে গত কয়েকদিন ধরে রাজধানী আবুজায় বিক্ষোভ করেছিলো শিয়া সম্প্রদায়ের লোকজন।এই বিক্ষোভে গুলি চালিয়ে গত দিনে কমপক্ষে ৪৮ জনকে হত্যা করেছে পুলিশ।দ্য ইসলামিক মুভমেন্ট অব নাইজেরিয়া (আইএমএন) দলের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল জাজিরা।
দলের কারাবন্দি নেতা ইব্রাহিম জাকজাকির মুক্তির দাবিতে শনিবার,সোমবার ও মঙ্গলবার মিছিল করছিলো শত শত মানুষ।ওই মিছিলে নির্বিচারে গুলি চালায় পুলিশ।এতে শনিবার থেকে শুরু হওয়া ওই বিক্ষোভে কমপক্ষে ৪৮ জন নিহত হয়েছে।তবে সরকারিভাবে নিহতের সংখ্যা মাত্র ছয়জন বলে উল্লেখ করা হয়েছে।
সূত্র: আল জাজিরা