ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গণভবনে খাবার মেনু পাঠালেন বি. চৌধুরী

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:২৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮
  • 378

নিউজ ডেস্ক:: ঐক্যফ্রন্টের সংলাপের পর আগামীকাল (শুক্রবার) সংলাপে যোগ দিতে গণভবনে যাচ্ছেন অধ্যাপক একিউএম বদরুদোজ্জা চৌধুরী। কাল ১৫ সদস্যদের প্রতিনিধি দলকে নিয়ে সংলাপে যাচ্ছে বিকল্প ধারা।বিষয়টি নিশ্চিত করেছে বিকল্প ধারার গগণমাধ্যম কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন।

তিনি জানান, আজ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কা‌দে‌রের কা‌ছে প্র‌তি‌নি‌ধি দ‌লের তা‌লিকা নি‌য়ে গে‌ছেন বিকল্পধারার সাংগঠ‌নিক সম্পাদক ব্য‌ারিস্টার ওমর ফারুক।

ইতোমধ্যে অাগামীকালের সংলা‌পে নৈশ‌ভো‌জে খাবার মেনু দি‌য়ে‌ছেন বি চৌধুরী। তি‌নি ১) সাদা ভাত, ২) লাল অাটার রু‌টি, ৩) ফুলক‌পি, সীম, আলু ভা‌জি, ৪) যে কো‌নো মা‌ছের ঝোল, ৫) মসুর ডাল মেনুতে রেখেছেন।

এর আগে আজ বৃহস্পতিবার সাবেক রাষ্ট্রপতি বি চৌধুরী বলেছেন, দেশে সুষ্ঠু নির্বাচন হলেই কেবল সংলাপের বিজয় হবে। দেশে উন্নয়নের নামে লুটপাট হয়েছে।

অধ্যাপক বি চৌধুরী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে যুক্তফ্রন্টের সম্প্রসারণ ও বিকল্পধারা বাংলাদেশে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে এ মন্তব্য করেন।সভায় সভাপতিত্ব করেন বিকল্প ধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান।

বি চৌধুরী বলেন,দেশে সুষ্ঠু নির্বাচন হলেই কেবল সংলাপের বিজয় হবে।দেশে উন্নয়নের নামে লুটপাট হয়েছে। উন্নয়ন দেবেন,অথচ গণতন্ত্র দেবেন না,তা হবে না।জনগণ এমন উন্নয়ন চায় না।গণতন্ত্রকে মাইনাস করে উন্নয়ন হবে না।

তিনি বলেন,আমরা দেশে অশ্রদ্ধার রাজনীতি চাই না।শ্রদ্ধার রাজনীতি দিয়ে দেশকে ভরে দিতে চাই।সংলাপ আহ্বান করায় আমাদের দাবির বিজয় হয়েছে।

ট্যাগস :

গণভবনে খাবার মেনু পাঠালেন বি. চৌধুরী

আপডেট সময় : ০৬:২৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮

নিউজ ডেস্ক:: ঐক্যফ্রন্টের সংলাপের পর আগামীকাল (শুক্রবার) সংলাপে যোগ দিতে গণভবনে যাচ্ছেন অধ্যাপক একিউএম বদরুদোজ্জা চৌধুরী। কাল ১৫ সদস্যদের প্রতিনিধি দলকে নিয়ে সংলাপে যাচ্ছে বিকল্প ধারা।বিষয়টি নিশ্চিত করেছে বিকল্প ধারার গগণমাধ্যম কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন।

তিনি জানান, আজ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কা‌দে‌রের কা‌ছে প্র‌তি‌নি‌ধি দ‌লের তা‌লিকা নি‌য়ে গে‌ছেন বিকল্পধারার সাংগঠ‌নিক সম্পাদক ব্য‌ারিস্টার ওমর ফারুক।

ইতোমধ্যে অাগামীকালের সংলা‌পে নৈশ‌ভো‌জে খাবার মেনু দি‌য়ে‌ছেন বি চৌধুরী। তি‌নি ১) সাদা ভাত, ২) লাল অাটার রু‌টি, ৩) ফুলক‌পি, সীম, আলু ভা‌জি, ৪) যে কো‌নো মা‌ছের ঝোল, ৫) মসুর ডাল মেনুতে রেখেছেন।

এর আগে আজ বৃহস্পতিবার সাবেক রাষ্ট্রপতি বি চৌধুরী বলেছেন, দেশে সুষ্ঠু নির্বাচন হলেই কেবল সংলাপের বিজয় হবে। দেশে উন্নয়নের নামে লুটপাট হয়েছে।

অধ্যাপক বি চৌধুরী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে যুক্তফ্রন্টের সম্প্রসারণ ও বিকল্পধারা বাংলাদেশে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে এ মন্তব্য করেন।সভায় সভাপতিত্ব করেন বিকল্প ধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান।

বি চৌধুরী বলেন,দেশে সুষ্ঠু নির্বাচন হলেই কেবল সংলাপের বিজয় হবে।দেশে উন্নয়নের নামে লুটপাট হয়েছে। উন্নয়ন দেবেন,অথচ গণতন্ত্র দেবেন না,তা হবে না।জনগণ এমন উন্নয়ন চায় না।গণতন্ত্রকে মাইনাস করে উন্নয়ন হবে না।

তিনি বলেন,আমরা দেশে অশ্রদ্ধার রাজনীতি চাই না।শ্রদ্ধার রাজনীতি দিয়ে দেশকে ভরে দিতে চাই।সংলাপ আহ্বান করায় আমাদের দাবির বিজয় হয়েছে।