নিউজ ডেস্ক:: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুক্তিযুদ্ধের বিরোধীদের পূনর্বাসন করেছেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। তিনি স্বাধীনতাবিরোধী শাহ আজিজকে প্রধানমন্ত্রী করেছিলেন।
জাতীয় চার নেতার হত্যা দিবস উপলক্ষে আজ শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জিয়া এদেশের রাজনীতিকে কলুষিত করেছেন। তিনি মুক্তিযুদ্ধের প্রকাশ্য বিরোধীদের নানা সুযোগ সুবিধা দিয়েছেন। রাজাকার আল বদরদের মন্ত্রি এমপি করেছেন।
বঙ্গবন্ধুর খুনিদের প্রশ্রয় দিয়েছেন জিয়া-এমন মন্তব্য করে শেখ হাসিনা বলেন, জাতির জনকের খুনিদের রক্ষা করেছেন জিয়া। ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেছিলেন। খুনিদের বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়েছেন। দূতাবাসে চাকরির ক্ষেত্রে তখনকার যোগ্যতা ছিল খুনি-রাজাকার-আলবদর।
প্রধানমন্ত্রী বলেন, বাবা-মা-ভাই-ভাবীকে খুন করার পর আমাকে আমার বোনকে দেশে আসতে দেওয়া হয়নি। আমি বাবা হত্যার বিচারটুকুও চাইতে পারি নি।
আওয়ামী নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শেখ হাসিনা বলেন, আমি বিদেশে থাকাবস্থায় আওয়ামী লীগ আমাকে সভানেত্রী বানিয়েছে। তাঁদের ত্যাগ, সমর্থন সবসময় আমার সঙ্গী।
আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আমির হোসেন আমু, প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, শেখ ফজলুল করিম সেলিম প্রমুখ।