ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ধর্ষন নয়, পল্লবির সঙ্গে ‘সম্মতিতে সম্পর্ক’ হয়েছিল : আকবর

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৩১:২০ অপরাহ্ন, শনিবার, ৩ নভেম্বর ২০১৮
  • 356

আন্তর্জাতিক ডেস্ক:: ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও সাংবাদিক এম জে আকবরের বিরুদ্ধে সম্প্রতি ধর্ষণের অভিযোগ করেন দ্য এশিয়ান এইজ-এর সাবেক সাংবাদিক পল্লবী গগৈ।এই অভিযোগ প্রত্যাখ্যান করে আকবর বলেছেন, উভয়ের সম্মতিতে সম্পর্ক গড়ে উঠেছিল। কিন্তু আকবরের এই দাবি প্রত্যাখ্যান করেছেন পল্লবী গগৈ।

এক বিবৃতিতে পল্লবী গগৈ বলেছেন, আমার ওপর যৌন নির্যাতনের দায় স্বীকার করে নেয়ার পরিবর্তে এম জে আকবর দাবি করেছেন, এ সম্পর্ক ছিল উভয়ের সম্মতিতে; আসলে তা নয়।পল্লবী বলছেন,যে সম্পর্ক বল প্রয়োগ করে হয় তা উভয়ের সম্মতিতে কখনোই মেনে নেয়া যায় না।

উল্লেখ্য,১লা নভেম্বর ওয়াশিংটন পোস্টে একটি লেখায় পল্লবী তার ওপর যৌন নির্যাতনের বর্ণনা দেন।তিনি জানান,২৩ বছর আগে জয়পুরের একটি হোটেলে তাকে ধর্ষণ করেন আকবর।সে সময় আকবর সম্পাদিত দ্য এশিয়ান এইজ পত্রিকার একজন সহকর্মী ছিলেন পল্লবী।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ট্যাগস :

ধর্ষন নয়, পল্লবির সঙ্গে ‘সম্মতিতে সম্পর্ক’ হয়েছিল : আকবর

আপডেট সময় : ০৫:৩১:২০ অপরাহ্ন, শনিবার, ৩ নভেম্বর ২০১৮

আন্তর্জাতিক ডেস্ক:: ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও সাংবাদিক এম জে আকবরের বিরুদ্ধে সম্প্রতি ধর্ষণের অভিযোগ করেন দ্য এশিয়ান এইজ-এর সাবেক সাংবাদিক পল্লবী গগৈ।এই অভিযোগ প্রত্যাখ্যান করে আকবর বলেছেন, উভয়ের সম্মতিতে সম্পর্ক গড়ে উঠেছিল। কিন্তু আকবরের এই দাবি প্রত্যাখ্যান করেছেন পল্লবী গগৈ।

এক বিবৃতিতে পল্লবী গগৈ বলেছেন, আমার ওপর যৌন নির্যাতনের দায় স্বীকার করে নেয়ার পরিবর্তে এম জে আকবর দাবি করেছেন, এ সম্পর্ক ছিল উভয়ের সম্মতিতে; আসলে তা নয়।পল্লবী বলছেন,যে সম্পর্ক বল প্রয়োগ করে হয় তা উভয়ের সম্মতিতে কখনোই মেনে নেয়া যায় না।

উল্লেখ্য,১লা নভেম্বর ওয়াশিংটন পোস্টে একটি লেখায় পল্লবী তার ওপর যৌন নির্যাতনের বর্ণনা দেন।তিনি জানান,২৩ বছর আগে জয়পুরের একটি হোটেলে তাকে ধর্ষণ করেন আকবর।সে সময় আকবর সম্পাদিত দ্য এশিয়ান এইজ পত্রিকার একজন সহকর্মী ছিলেন পল্লবী।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া