ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় লিগে চ্যাম্পিয়ন খুলনা বিভাগ

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:০২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০১৫
  • 353

2121
১৭তম জাতীয় ক্রিকেট লিগের চ্যাম্পিয়ন হয়েছে খুলনা বিভাগ। প্রথম স্তরের ম্যাচে রংপুরের সঙ্গে ড্র করে শিরোপা নিশ্চিত করে খুলনা।

দ্বিতীয় স্থানে থাকা ঢাকা মেট্রোর চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে থেকে জাতীয় লিগের এ মৌসুমের চ্যাম্পিয়ন জিতলো আব্দুর রাজ্জাকের খুলনা দল। আর গতবারের চ্যাম্পিয়ন রংপুর প্রথম স্তর থেকে দ্বিতীয় স্তরে নেমে গেছে। প্রথম স্তরে উত্তরণ ঘটেছে বরিশাল বিভাগের। চট্টগ্রামে রংপুর-খুলনা ম্যাচে বৃষ্টির কারণে প্রথম দিন পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় দিনে খেলা হয় মাত্র ৭ ওভার।

এরপর সোমবার তৃতীয় দিনের শেষে ৭ উইকেটে ৩২৪ রান সংগ্রহ করে রংপুর। মঙ্গলবার শেষ দিনে আর ২০ রান যোগ করেই অলআউট হয়ে যায় রংপুর। জবাবে ইমরুল কায়েসের সেঞ্চুরিতে খুলনা ৭ উইকেটে ২৮৬ তুলে ইনিংস ঘোষণা করার পরই ড্র হয়ে যায় ম্যাচটি। এবার নিয়ে চতুর্থবারের মতো জাতীয় লিগের শিরোপা জিতল খুলনা, যা দ্বিতীয় সর্বোচ্চ। আর সর্বোচ্চ ৫টি করে শিরোপা জিতেছে রাজশাহী ও ঢাকা বিভাগ। খুলনা এর আগে ২০০২-০৩, ২০০৭-০৮ ও ২০১২-১৩ মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছিল।

ট্যাগস :

জাতীয় লিগে চ্যাম্পিয়ন খুলনা বিভাগ

আপডেট সময় : ১১:০২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০১৫

2121
১৭তম জাতীয় ক্রিকেট লিগের চ্যাম্পিয়ন হয়েছে খুলনা বিভাগ। প্রথম স্তরের ম্যাচে রংপুরের সঙ্গে ড্র করে শিরোপা নিশ্চিত করে খুলনা।

দ্বিতীয় স্থানে থাকা ঢাকা মেট্রোর চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে থেকে জাতীয় লিগের এ মৌসুমের চ্যাম্পিয়ন জিতলো আব্দুর রাজ্জাকের খুলনা দল। আর গতবারের চ্যাম্পিয়ন রংপুর প্রথম স্তর থেকে দ্বিতীয় স্তরে নেমে গেছে। প্রথম স্তরে উত্তরণ ঘটেছে বরিশাল বিভাগের। চট্টগ্রামে রংপুর-খুলনা ম্যাচে বৃষ্টির কারণে প্রথম দিন পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় দিনে খেলা হয় মাত্র ৭ ওভার।

এরপর সোমবার তৃতীয় দিনের শেষে ৭ উইকেটে ৩২৪ রান সংগ্রহ করে রংপুর। মঙ্গলবার শেষ দিনে আর ২০ রান যোগ করেই অলআউট হয়ে যায় রংপুর। জবাবে ইমরুল কায়েসের সেঞ্চুরিতে খুলনা ৭ উইকেটে ২৮৬ তুলে ইনিংস ঘোষণা করার পরই ড্র হয়ে যায় ম্যাচটি। এবার নিয়ে চতুর্থবারের মতো জাতীয় লিগের শিরোপা জিতল খুলনা, যা দ্বিতীয় সর্বোচ্চ। আর সর্বোচ্চ ৫টি করে শিরোপা জিতেছে রাজশাহী ও ঢাকা বিভাগ। খুলনা এর আগে ২০০২-০৩, ২০০৭-০৮ ও ২০১২-১৩ মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছিল।