হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্নিত যে, রাসূলূল্লাহ (সাঃ) বলেছেন: কিয়ামত কায়েম হবেনা, যতক্ষন ভূমিকম্প অধিক হারে না হবে।
.
সহিহ বুখারী :: খন্ড ৯ :: বই ৮৮ :: ফিতনা অধ্যায় :: হাদিস ২৩৭
.
হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্নিত যে, রাসূলূল্লাহ (সাঃ) বলেছেন: কিয়ামত কায়েম হবেনা,
(১) যতক্ষন দু’টি বড় দল পরস্পরে মহাযুদ্ধে লিপ্ত না হবে। উভয় দলের দাবি হবে অভিন্ন।
(২) আর যতক্ষন ত্রিশের কাছাকাছি মিথ্যাবাদী দাজ্জাল এর প্রকাশ না পাবে। তারা প্রত্যেকেই নিজেকে আল্লাহ্ প্রেরিত রাসূল বলে দাবি করবে এবং
(৩) যতক্ষন ইলম তুলে নেওয়া না হবে।
.
(৪) আর ভূমিকম্প অধিক হারে না হবে।
.
(৫) আর যামানা (কাল) সংক্ষিপ্ত না হবে এবং
(৬) (ব্যাপক হারে) ফিতনা প্রকাশ না পাবে।
(৭) আর হারজ ব্যাপকতর হবে। হারজ হলো হত্যা।
(৮) আর যতক্ষন তোমাদের মাঝে ধন-সম্পদ বৃদ্ধি না পাবে। তখন সম্পদের এমন সয়লাব শুরু হবে যে, সম্পদের মালিক তার সাদাকা কে গ্রহন করবে- এ নিয়ে চিন্তাগ্রস্ত হয়ে পড়বে। এমন কি যার নিকট সে সম্পদ পেশ করবে সে বলবে আমার এ মালের কোনই প্রয়োজন নেই।
(৯) আর যতক্ষন মানুষ সুউচ্চ প্রাসাদ নির্মানের ক্ষেত্রে পরস্পরে প্রতিযোগিতায় অবতীর্ন না হবে।
(১০) আর যতক্ষন এক ব্যক্তি অপর ব্যক্তির কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বলবে, হায়! আমি যদি এ কবরবাসীর স্থলে হতাম এবং
(১১) যতক্ষন সূর্য পশ্চিম দিক থেকে উদিত না হবে। যখন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে এবং সকল লোক তা দেখবে। এবং সেদিন সকলেই ঈমান আনবে। কিন্তু সে দিন তার ঈমান কাজে আসবেনা, যে ব্যক্তি এর আগে ঈমান আনেনি। কিংবা ইতিপূর্বে যারা ঈমান আনেনি কিংবা ঈমানের মাধ্যমে কল্যান অর্জন করেনি
(৬ঃ১৫৮)
সংবাদ শিরোনাম ::
ভুমিকম্প কেন হয়
-
প্রতিনিধি
- আপডেট সময় : ০৮:২৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০১৭
- 446
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ