ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

দিন দিন বৃদ্ধি পাচ্ছে রংপুর অঞ্চলে কলা চাষ

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:২৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০১৭
  • 494

8
হাসান আল সাকিব,নিজস্ব প্রতিবেদক।।
রংপুর সদর উপজেলা সহ রংপুরের বিভিন্ন এলাকায় বৃদ্ধি পেয়েছে কলা চাষ। ৭-৮ বছর আগে এ এলাকার লোকজনের মধ্যে কলা চাষের ব্যাপারে তেমন কোনো আগ্রহ দেখা যায়নি।
কিন্তু ইদানিং কলা চাষের আগ্রহ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এখন বাড়ির আশপাশে, সড়কের ধারে, জমির আইলের ওপর, পুকুরের পাড়, উঁচু বাঁধের ওপর এবং পতিত জমিতে সখ করেও কলা গাছের চারা রোপণ করা হচ্ছে।
কিন্তু ব্যাপকভাবে কলা গাছের চাষ এখনো হয়নি।
আশা করা হচ্ছে অদূর ভবিষ্যতে রংপুর সদর উপজেলা কলা চাষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই উপজেলার এলাকাগুলোর মাটি আবহাওয়া ও অন্যান্য
প্রাকৃতিক পরিবেশ কলা চাষের জন্য অত্যন্ত উপযোগী। কিন্তু সঠিক উদ্যোগ এবং সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে কলা চাষকে লাভজনক
করে তোলা সম্ভব হচ্ছে না।
কৃষিবিদদের মতে যে সব মাটিতে (জমিতে) ধান, পাটের ভালো ফসল হয় না সে সব জমিতে কলা চাষ করা যায়। ধান ও পাটের চেয়ে খরচ কম পড়ায় কলা চাষ করা যায়।
ধান ও পাটের চেয়ে খরচ কম পড়ায় কলা চাষ লাভজনকও বটে।
অভিজ্ঞ মহলের মতে, কলা চাষিদের সহজ শর্তে
দীর্ঘ মেয়াদী কৃষি ঋণ প্রদানের মাধ্যমে
এলাকার কয়েকটি জায়গায় বাণিজ্যিক ভিত্তিতে কলা চাষ করা সম্ভব।

ট্যাগস :

দিন দিন বৃদ্ধি পাচ্ছে রংপুর অঞ্চলে কলা চাষ

আপডেট সময় : ০৫:২৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০১৭

8
হাসান আল সাকিব,নিজস্ব প্রতিবেদক।।
রংপুর সদর উপজেলা সহ রংপুরের বিভিন্ন এলাকায় বৃদ্ধি পেয়েছে কলা চাষ। ৭-৮ বছর আগে এ এলাকার লোকজনের মধ্যে কলা চাষের ব্যাপারে তেমন কোনো আগ্রহ দেখা যায়নি।
কিন্তু ইদানিং কলা চাষের আগ্রহ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এখন বাড়ির আশপাশে, সড়কের ধারে, জমির আইলের ওপর, পুকুরের পাড়, উঁচু বাঁধের ওপর এবং পতিত জমিতে সখ করেও কলা গাছের চারা রোপণ করা হচ্ছে।
কিন্তু ব্যাপকভাবে কলা গাছের চাষ এখনো হয়নি।
আশা করা হচ্ছে অদূর ভবিষ্যতে রংপুর সদর উপজেলা কলা চাষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই উপজেলার এলাকাগুলোর মাটি আবহাওয়া ও অন্যান্য
প্রাকৃতিক পরিবেশ কলা চাষের জন্য অত্যন্ত উপযোগী। কিন্তু সঠিক উদ্যোগ এবং সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে কলা চাষকে লাভজনক
করে তোলা সম্ভব হচ্ছে না।
কৃষিবিদদের মতে যে সব মাটিতে (জমিতে) ধান, পাটের ভালো ফসল হয় না সে সব জমিতে কলা চাষ করা যায়। ধান ও পাটের চেয়ে খরচ কম পড়ায় কলা চাষ করা যায়।
ধান ও পাটের চেয়ে খরচ কম পড়ায় কলা চাষ লাভজনকও বটে।
অভিজ্ঞ মহলের মতে, কলা চাষিদের সহজ শর্তে
দীর্ঘ মেয়াদী কৃষি ঋণ প্রদানের মাধ্যমে
এলাকার কয়েকটি জায়গায় বাণিজ্যিক ভিত্তিতে কলা চাষ করা সম্ভব।