ঢাকা ০৭:২২ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বাজারে আসছে অ্যাপল পেন্সিল ২

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:০৮:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০১৭
  • 384

7
মার্কিন টেক জায়ান্ট অ্যাপল চলতি বছরের বসন্তেই আইপড প্রো-এর জন্য নতুন পেন্সিল বাজারে আনছে। এটি হচ্ছে পেন্সিল ২। নতুন ফিচারসহ অনেক কিছুই থাকছে এই পেন্সিলে। এ বিষয়ে গত বুধবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে তথ্যপ্রযুক্তির ওযেবসাইট ফোনএরিনা।

নতুন পেন্সিল ২ তে থাকছে, আকর্ষণীয় নতুন ফিচার। এটি দিয়ে যখন আইপ্যাডে লেখা হবে চৌম্বক শক্তিতে লেগে থাগবে। মসৃন লেখা হবে। থাকবে কিছু ক্লিপ। আর এটি দিয়ে স্বাভাবিক পেন্সিল বা কলমের মতোই লেখা যাবে। পকেটে রাখা যাবে স্বাভাবিকভাবেই। আর এ পেন্সিলটি আইপ্যাড প্রো সাথেই বাজারে পাওয়া যাবে

পেন্সিলটি দিয়ে লেখা ও ছবির আকার কাজেও ব্যবহার করা যাবে। এতে সেন্সর রয়েছে। এটির দাম ধরা হয়েছে ৯৯ ডলার।

ট্যাগস :

বাজারে আসছে অ্যাপল পেন্সিল ২

আপডেট সময় : ০৯:০৮:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০১৭

7
মার্কিন টেক জায়ান্ট অ্যাপল চলতি বছরের বসন্তেই আইপড প্রো-এর জন্য নতুন পেন্সিল বাজারে আনছে। এটি হচ্ছে পেন্সিল ২। নতুন ফিচারসহ অনেক কিছুই থাকছে এই পেন্সিলে। এ বিষয়ে গত বুধবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে তথ্যপ্রযুক্তির ওযেবসাইট ফোনএরিনা।

নতুন পেন্সিল ২ তে থাকছে, আকর্ষণীয় নতুন ফিচার। এটি দিয়ে যখন আইপ্যাডে লেখা হবে চৌম্বক শক্তিতে লেগে থাগবে। মসৃন লেখা হবে। থাকবে কিছু ক্লিপ। আর এটি দিয়ে স্বাভাবিক পেন্সিল বা কলমের মতোই লেখা যাবে। পকেটে রাখা যাবে স্বাভাবিকভাবেই। আর এ পেন্সিলটি আইপ্যাড প্রো সাথেই বাজারে পাওয়া যাবে

পেন্সিলটি দিয়ে লেখা ও ছবির আকার কাজেও ব্যবহার করা যাবে। এতে সেন্সর রয়েছে। এটির দাম ধরা হয়েছে ৯৯ ডলার।