ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জের এমপি লিটন হত্যা মামলায় ইউপি সদস্য রেজাউল গ্রেফতার !

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:০৮:৪১ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০১৭
  • 351

ফরহাদ আকন্দ, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় এক ইউনিয়ন পরিষদের (ইউপি) মেম্বার মো. রেজাউল ইসলাম লিটন ওরফে ডিস লিটন (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার ভোর রাতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের ধোপাডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিয়ার রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার রেজাউল ইসলাম লিটন সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য (মেম্বার)। এছাড়া তিনি ক্যাবল (ডিস) ব্যবসায়ী। তিনি রামভদ্র (কদমতলা) গ্রামের বাসিন্দা।

ওসি মো. আতিয়ার রহমান জানান, লিটন হত্যা মামলায় রেজাউলকে গ্রেফতার করা হয়েছে। তাকে থানা হাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ দুপুরে মধ্যে রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হবে।

তবে রেজাউলের পরিবারের দাবি, ১৪ জানুয়ারি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ময়েজমিয়ার হাট এলাকা থেকে সুন্দরগঞ্জ থানার (এসআই) মো. ইজার আলী ও গোলাম মোস্তফা রেজাউল ইসলাম লিটনকে আটক করে। এরপর থেকে লিটনের কোনও সন্ধান পাওয়া যায়নি। পরে রবিবার দুপুরে রেজাউল ইসলাম লিটনের মা আম্বিয়া খাতুন গাইবান্ধা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জেলা ও থানা পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনের কাছে তার সন্তানকে ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

রেজাউলকে আগে থেকে আটকের বিষয়টি অস্বীকার করে ওসি আতিয়ার রহমান বলেন, ‘সোমবার ভোর রাতে তাকে আটক করা হয়েছে।’

এদিকে, এমপি লিটনকে হত্যা করার পর থেকে পুলিশ সুন্দরগঞ্জসহ সংশিষ্ট এলাকায় ব্যাপকভাবে সন্দেহ ভাজনদের আটক করা হয়। ফলে জামায়াত, শিবির ও বিএনপিকর্মীসহ সন্দেহভাজন শতাধিক ব্যক্তিকে আটক ও ১৪ জন গ্রেফতার করে পুলিশ।

ট্যাগস :

সুন্দরগঞ্জের এমপি লিটন হত্যা মামলায় ইউপি সদস্য রেজাউল গ্রেফতার !

আপডেট সময় : ১০:০৮:৪১ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০১৭

ফরহাদ আকন্দ, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় এক ইউনিয়ন পরিষদের (ইউপি) মেম্বার মো. রেজাউল ইসলাম লিটন ওরফে ডিস লিটন (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার ভোর রাতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের ধোপাডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিয়ার রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার রেজাউল ইসলাম লিটন সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য (মেম্বার)। এছাড়া তিনি ক্যাবল (ডিস) ব্যবসায়ী। তিনি রামভদ্র (কদমতলা) গ্রামের বাসিন্দা।

ওসি মো. আতিয়ার রহমান জানান, লিটন হত্যা মামলায় রেজাউলকে গ্রেফতার করা হয়েছে। তাকে থানা হাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ দুপুরে মধ্যে রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হবে।

তবে রেজাউলের পরিবারের দাবি, ১৪ জানুয়ারি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ময়েজমিয়ার হাট এলাকা থেকে সুন্দরগঞ্জ থানার (এসআই) মো. ইজার আলী ও গোলাম মোস্তফা রেজাউল ইসলাম লিটনকে আটক করে। এরপর থেকে লিটনের কোনও সন্ধান পাওয়া যায়নি। পরে রবিবার দুপুরে রেজাউল ইসলাম লিটনের মা আম্বিয়া খাতুন গাইবান্ধা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জেলা ও থানা পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনের কাছে তার সন্তানকে ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

রেজাউলকে আগে থেকে আটকের বিষয়টি অস্বীকার করে ওসি আতিয়ার রহমান বলেন, ‘সোমবার ভোর রাতে তাকে আটক করা হয়েছে।’

এদিকে, এমপি লিটনকে হত্যা করার পর থেকে পুলিশ সুন্দরগঞ্জসহ সংশিষ্ট এলাকায় ব্যাপকভাবে সন্দেহ ভাজনদের আটক করা হয়। ফলে জামায়াত, শিবির ও বিএনপিকর্মীসহ সন্দেহভাজন শতাধিক ব্যক্তিকে আটক ও ১৪ জন গ্রেফতার করে পুলিশ।