ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বোয়ালমারীতে কাজে ফিরলেন থানা পুলিশ

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৫৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
  • 93

 

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিবেদক:

ফরিদপুরের বোয়ালমারীতে থানার কার্যক্রম শুরু করেছে থানা পুলিশ।

১২ আগস্ট সোমবার বিকালে থেকে কার্যক্রম শুরু করেন তারা। ছাত্র-জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করে চলে যাওয়ায় দেশের বিভিন্ন স্থানে থানা ভাঙচুর, অগ্নিসংযোগ পুলিশের উপর হামলার শিকার হয়। গত ৬ আগস্ট (মঙ্গলবার) থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা করেন পুলিশ সদস্যরা।
শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি হলে হামলায় অসংখ্য পুলিশ সদস্য আহত হয়, নিহত হয় পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসারের বেশকিছু সদস্য ।
এ পরিপ্রেক্ষিতে কর্মবিরতির ঘোষণা দেয় বাংলাদেশ পুলিশ অধস্তন কর্মচারী সংগঠন। এতে ভেঙ্গে পড়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মে নিষ্ক্রিয়তায় উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের
কর্মস্থলে যোগদানের নির্দেশ দেন পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম। এ নির্দেশনার পর কর্মস্থলে যোগদিলেও
পুলিশের দেওয়া ১১ দফা পূরণ ও পুলিশে সংস্কার না হওয়া পর্যন্ত কাজে ফিরবেন না বলেও হুঁশিয়ারি দেন পুলিশের অধস্তন কর্মচারী সংগঠন। পরে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন
গত ১১ আগস্ট রবিবার আগামী বৃহস্পতিবারের মধ্যে পুলিশকে কাজে যোগ দেয়ার আহ্বান জানান । এ সময়ের মধ্যে কাজে যোগ না দিলে চাকরি থাকবে না বলেও হুঁশিয়ারি দেন ও তাদের দাবিদাওয়া সমাধানে আশ্বাস দিলে বোয়ালমারী থানার কর্মরত পুলিশ সদস্যরা কর্মস্থলে ফেরেন। বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. শহিদুল ইসলামের নেতৃত্বে বোয়ালমারী থানায় কর্মরত পুলিশ সদস্যরা পৌর বাজার প্রদক্ষিণ করে, এসময় বোয়ালমারী উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও নানা শ্রেণি পেশার মানুষ পুলিশ সদস্যদের স্বাগত জানিয়ে তাদের সাথে বাজার প্রদক্ষিণ করে। এতে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। পরে উপজেলার বিভিন্ন স্থানে গাড়িবহর নিয়ে পুলিশকে টহল দিতে দেখা যায় । বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শহিদুল ইসলাম বলেন – শান্তিপূর্ণ অবস্থানের জন্য বোয়ালমারীর সকল স্তরের মানুষকে ধন্যবাদ। আমরা সীমিত আকারে আমাদের কার্যক্রম চালিয়েছি। যেহেতু বাইরে নিরাপত্তা জনিত কারণে কাজ করায় শঙ্কা ছিলো তাই মাঠপর্যায়ে কার্যক্রম সংকুচিত ছিলো। আপনারা দেখেছেন আমরা স্থানীয় জনসাধারণকে নিয়ে বাজার প্রদক্ষিণ করেছি। সবাইকে জানাতে এখন থেকে আমাদের সব ধরনের কার্যক্রম চলমান। আপনাদের সব ধরনের পুলিশিং সেবা দিতে আমরা প্রস্তুত আছি।

পুলিশের বাজার প্রদক্ষিণের সময় উপস্থিত ছিলেন –
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. সিরাজুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দীন মিয়া ঝুনু, পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ আফসার উদ্দীন, সাবেক পৌর মেয়র আব্দুস শুকুর শেখ, পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আজিজুল হক, ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মিনহাজুর রহমান লিপন মিয়া, জেলা যুব দলের সহসম্পাদক ইমরান হোসেন, সাংস্কৃতিক কর্মী সুমন খান ও আমীর চারু বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সঞ্জায় সাহা, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রোকুনুজ্জামন মিয়া বকুল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শেখ আনিসুজ্জামান তপু, পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. মাহফুজ মিয়া প্রমুখ।

ট্যাগস :

বোয়ালমারীতে কাজে ফিরলেন থানা পুলিশ

আপডেট সময় : ০৯:৫৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪

 

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিবেদক:

ফরিদপুরের বোয়ালমারীতে থানার কার্যক্রম শুরু করেছে থানা পুলিশ।

১২ আগস্ট সোমবার বিকালে থেকে কার্যক্রম শুরু করেন তারা। ছাত্র-জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করে চলে যাওয়ায় দেশের বিভিন্ন স্থানে থানা ভাঙচুর, অগ্নিসংযোগ পুলিশের উপর হামলার শিকার হয়। গত ৬ আগস্ট (মঙ্গলবার) থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা করেন পুলিশ সদস্যরা।
শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি হলে হামলায় অসংখ্য পুলিশ সদস্য আহত হয়, নিহত হয় পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসারের বেশকিছু সদস্য ।
এ পরিপ্রেক্ষিতে কর্মবিরতির ঘোষণা দেয় বাংলাদেশ পুলিশ অধস্তন কর্মচারী সংগঠন। এতে ভেঙ্গে পড়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মে নিষ্ক্রিয়তায় উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের
কর্মস্থলে যোগদানের নির্দেশ দেন পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম। এ নির্দেশনার পর কর্মস্থলে যোগদিলেও
পুলিশের দেওয়া ১১ দফা পূরণ ও পুলিশে সংস্কার না হওয়া পর্যন্ত কাজে ফিরবেন না বলেও হুঁশিয়ারি দেন পুলিশের অধস্তন কর্মচারী সংগঠন। পরে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন
গত ১১ আগস্ট রবিবার আগামী বৃহস্পতিবারের মধ্যে পুলিশকে কাজে যোগ দেয়ার আহ্বান জানান । এ সময়ের মধ্যে কাজে যোগ না দিলে চাকরি থাকবে না বলেও হুঁশিয়ারি দেন ও তাদের দাবিদাওয়া সমাধানে আশ্বাস দিলে বোয়ালমারী থানার কর্মরত পুলিশ সদস্যরা কর্মস্থলে ফেরেন। বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. শহিদুল ইসলামের নেতৃত্বে বোয়ালমারী থানায় কর্মরত পুলিশ সদস্যরা পৌর বাজার প্রদক্ষিণ করে, এসময় বোয়ালমারী উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও নানা শ্রেণি পেশার মানুষ পুলিশ সদস্যদের স্বাগত জানিয়ে তাদের সাথে বাজার প্রদক্ষিণ করে। এতে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। পরে উপজেলার বিভিন্ন স্থানে গাড়িবহর নিয়ে পুলিশকে টহল দিতে দেখা যায় । বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শহিদুল ইসলাম বলেন – শান্তিপূর্ণ অবস্থানের জন্য বোয়ালমারীর সকল স্তরের মানুষকে ধন্যবাদ। আমরা সীমিত আকারে আমাদের কার্যক্রম চালিয়েছি। যেহেতু বাইরে নিরাপত্তা জনিত কারণে কাজ করায় শঙ্কা ছিলো তাই মাঠপর্যায়ে কার্যক্রম সংকুচিত ছিলো। আপনারা দেখেছেন আমরা স্থানীয় জনসাধারণকে নিয়ে বাজার প্রদক্ষিণ করেছি। সবাইকে জানাতে এখন থেকে আমাদের সব ধরনের কার্যক্রম চলমান। আপনাদের সব ধরনের পুলিশিং সেবা দিতে আমরা প্রস্তুত আছি।

পুলিশের বাজার প্রদক্ষিণের সময় উপস্থিত ছিলেন –
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. সিরাজুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দীন মিয়া ঝুনু, পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ আফসার উদ্দীন, সাবেক পৌর মেয়র আব্দুস শুকুর শেখ, পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আজিজুল হক, ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মিনহাজুর রহমান লিপন মিয়া, জেলা যুব দলের সহসম্পাদক ইমরান হোসেন, সাংস্কৃতিক কর্মী সুমন খান ও আমীর চারু বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সঞ্জায় সাহা, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রোকুনুজ্জামন মিয়া বকুল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শেখ আনিসুজ্জামান তপু, পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. মাহফুজ মিয়া প্রমুখ।