ঢাকা ১১:২৯ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে নবীগঞ্জে স্টেডিয়াম হবে: মিফতাহ সিদ্দিকী

হবিগঞ্জের নবীগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ জানুয়ারি) নবীগঞ্জ জে কে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শাখাবরাক রাজনগর ও দ্যা মাস্টার ব্লাস্টার দৌলতপুরের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। শাখাবরাক রাজনগর ২০ ওভারে ২১৫ রান সংগ্রহ করে। জবাবে দ্যা মাস্টার ব্লাস্টার দল ৭ উইকেট হাতে রেখে জয়লাভ করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি শেখ সুজাত মিয়া, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব সাবির আহমেদ চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সাংবাদিকরা।
অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দ্যা মাস্টার ব্লাস্টার দৌলতপুর দলের অধিনায়ককে ট্রফি ও একটি মোটরসাইকেল তুলে দেওয়া হয়। রানার্সআপ শাখাবরাক রাজনগর দলকে একটি ফ্রিজ ও ট্রফি প্রদান করা হয়। খেলায় ম্যান অফ দ্যা ফাইনাল নির্বাচিত হন দ্যা মাস্টার ব্লাস্টারের নাহিদ, যিনি ৭৪ রান করেন। সেরা ব্যাটসম্যান হন সাগর ঘোষ, সেরা বোলার আরমান আহমেদ, এবং ম্যান অফ দ্যা টুর্নামেন্ট হন রায়হান আহমেদ।
প্রধান অতিথি মিফতাহ সিদ্দিকী বলেন, “আরাফাত রহমান কোকো ক্রীড়াঙ্গনে অমর হয়ে থাকবেন। তিনি ক্রিকেটের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিয়েছিলেন। আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে নবীগঞ্জে একটি স্টেডিয়াম নির্মাণ করা হবে।”
তিনি আরও বলেন, “১৭ বছরের একনায়কতন্ত্রের পর আমরা এখন মুক্ত পরিবেশে বাস করতে পারছি। নবীগঞ্জের ক্রীড়াপ্রেমী মানুষের এই উৎসাহ দেখে আমি অভিভূত।”
এই আয়োজন ক্রীড়াঙ্গনে নবীগঞ্জের ঐতিহ্যকে আরও উজ্জ্বল করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে নবীগঞ্জে স্টেডিয়াম হবে: মিফতাহ সিদ্দিকী

আপডেট সময় : ০৬:১৯:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

হবিগঞ্জের নবীগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ জানুয়ারি) নবীগঞ্জ জে কে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শাখাবরাক রাজনগর ও দ্যা মাস্টার ব্লাস্টার দৌলতপুরের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। শাখাবরাক রাজনগর ২০ ওভারে ২১৫ রান সংগ্রহ করে। জবাবে দ্যা মাস্টার ব্লাস্টার দল ৭ উইকেট হাতে রেখে জয়লাভ করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি শেখ সুজাত মিয়া, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব সাবির আহমেদ চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সাংবাদিকরা।
অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দ্যা মাস্টার ব্লাস্টার দৌলতপুর দলের অধিনায়ককে ট্রফি ও একটি মোটরসাইকেল তুলে দেওয়া হয়। রানার্সআপ শাখাবরাক রাজনগর দলকে একটি ফ্রিজ ও ট্রফি প্রদান করা হয়। খেলায় ম্যান অফ দ্যা ফাইনাল নির্বাচিত হন দ্যা মাস্টার ব্লাস্টারের নাহিদ, যিনি ৭৪ রান করেন। সেরা ব্যাটসম্যান হন সাগর ঘোষ, সেরা বোলার আরমান আহমেদ, এবং ম্যান অফ দ্যা টুর্নামেন্ট হন রায়হান আহমেদ।
প্রধান অতিথি মিফতাহ সিদ্দিকী বলেন, “আরাফাত রহমান কোকো ক্রীড়াঙ্গনে অমর হয়ে থাকবেন। তিনি ক্রিকেটের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিয়েছিলেন। আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে নবীগঞ্জে একটি স্টেডিয়াম নির্মাণ করা হবে।”
তিনি আরও বলেন, “১৭ বছরের একনায়কতন্ত্রের পর আমরা এখন মুক্ত পরিবেশে বাস করতে পারছি। নবীগঞ্জের ক্রীড়াপ্রেমী মানুষের এই উৎসাহ দেখে আমি অভিভূত।”
এই আয়োজন ক্রীড়াঙ্গনে নবীগঞ্জের ঐতিহ্যকে আরও উজ্জ্বল করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।