ঢাকা ০৯:১০ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিবাহ ও মোহর আদায়ে ইসলামী ব্যাংকের সঞ্চয়ী হিসাব

বিবাহ একটি পবিত্র বন্ধন যা সুন্দরভাবে সম্পন্ন করতে এবং বিবাহ পরবর্তী মোহর আদায়কে সহজতর করতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র রয়েছে মুদারাবা বিবাহ সেভিংস অ্যাকাউন্ট (এমবিএসএ) এবং মুদারাবা মোহর সেভিংস অ্যাকাউন্ট।

মুদারাবা বিবাহ সেভিংস অ্যাকাউন্ট (এমবিএসএ) একটি মাসিক কিস্তিভিত্তিক সঞ্চয় হিসাব। প্রাপ্তবয়স্ক যুবক কিংবা অভিভাবকরা বিবাহের খরচ নির্বাহের জন্য এ হিসাব খুলতে পারবেন। এই হিসাবে মাসিক কিস্তি ৫০০ টাকা কিংবা তার গুণিতক সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত নির্ধারণ করা যায়।

মেয়াদ হবে সর্বনিম্ন ৩ বছর থেকে সর্বোচ্চ ৫ বছর। কিস্তির পরিমাণ যেহেতু অপরিবর্তনীয়, তাই হিসাব খোলার সময় কিস্তির পরিমাণ সামর্থ্য ও লক্ষ্যের সঙ্গে সমন্বয় করে নির্ধারণ করতে হয়। এ অ্যাকাউন্টে ইসলামিক শরিআহ ভিত্তিতে বছরে দুইবার প্রাক্কলিত মুনাফা দেওয়া হয় এবং বছর শেষে চূড়ান্ত মুনাফা সমন্বয় করা হয়। ইসলামী ব্যাংকে বর্তমানে ৫৩ হাজার বিবাহ সঞ্চয় অ্যাকাউন্ট রয়েছে।

মুদারাবা মোহর সেভিংস অ্যাকাউন্টও একটি মাসিক কিস্তিভিত্তিক সঞ্চয় হিসাব। পেশাজীবী, চাকরিজীবী, ব্যবসায়ী কিংবা প্রবাসী পুরুষ যারা মোহর পরিশোধের জন্য পরিকল্পিত সঞ্চয় করতে চান তারা সামর্থ অনুযায়ী এই অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই হিসাবে মাসিক কিস্তি ৫০০ টাকা থেকে ৫ হাজার টাকা এবং ৫ বছর ও ১০ বছর মেয়াদ। স্বামী কিংবা বিবাহেচ্ছুক পুরুষ এ হিসাব পরিচালনা করতে পারবেন। বিবাহেচ্ছুকদের লক্ষ্যমাত্রার সঙ্গে আর বিবাহিতদের ক্ষেত্রে কাবিননামায় উল্লেখিত মোট টাকার পরিমাণ, আদায়কৃত টাকা এবং আদায়যোগ্য টাকার পরিমাণ উল্লেখ করে আদায়যোগ্য টাকার ওপর মাসিক হার নির্ধারণ করা হয়। ইসলামী ব্যাংকে বর্তমানে ৫২ হাজার মোহরানা অ্যাকাউন্ট রয়েছে।

জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি, নিজের দুই কপি ছবি, বিবাহ হিসাবের জন্য নমিনীর এক কপি ছবি আর মোহর হিসাবের জন্য স্ত্রীর দুই কপি ছবি (প্রযোজ্য ক্ষেত্রে) নিয়ে ইসলামী ব্যাংকের যেকোনো শাখা, উপশাখা কিংবা এজেন্টে এই অ্যাকাউন্টদ্বয় খোলা যাবে। সেলফিনের মাধ্যমেও এই একাউন্ট খোলা যায়। ব্যাংকের যেকোনো শাখা, উপ-শাখা কিংবা এজেন্ট ব্যাংকিং আউটলেটে কিস্তির টাকা জমা দেওয়া যায়।

এছাড়া সেলফিন, ইন্টারনেট ব্যাংকিং ও এমক্যাশের মাধ্যমে ২৪/৭ ঘরে বসে খুব সহজে মাসিক কিস্তি ট্রান্সফার করা যায়। শাখায় স্পেশাল ইনস্ট্রাকশন দিয়ে রাখলে প্রতি মাসে নির্দিষ্ট তারিখে স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট হিসাব থেকে বিবাহ ও মোহর একাউন্টে কিস্তির টাকা জমা হবে। গ্রাহক চাইলে কিস্তির টাকা অগ্রিম পরিশোধ করতে পারেন।

দিন দিন বিবাহ সংক্রান্ত ব্যয় বৃদ্ধি পাওয়ায় মধ্যবিত্তের জন্য বিয়ের খরচ নির্বাহ করা অনেকটা কঠিন হয়ে উঠছে। আবার মোহরানা আদায়ে শরিয়তের কঠোর নির্দেশনা থাকা সত্তেও সমাজে মোহরানা আদায়ের সংস্কৃতি প্রায় নির্মূল হয়ে যাচ্ছে। ইসলামী ব্যাংকের এই দুই অ্যাকাউন্ট বিবাহের মতো একটি পবিত্র বন্ধন সুন্দরভাবে সম্পন্ন করতে এবং বিবাহ পরবর্তী মোহর আদায়কে সহজ করতে ব্যাপক ভূমিকা রাখছে। এরই মধ্য এই অ্যাকাউন্ট দুটি বেশ গ্রাহক প্রিয়তা অর্জন করেছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিবাহ ও মোহর আদায়ে ইসলামী ব্যাংকের সঞ্চয়ী হিসাব

আপডেট সময় : ০৫:০৬:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

বিবাহ একটি পবিত্র বন্ধন যা সুন্দরভাবে সম্পন্ন করতে এবং বিবাহ পরবর্তী মোহর আদায়কে সহজতর করতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র রয়েছে মুদারাবা বিবাহ সেভিংস অ্যাকাউন্ট (এমবিএসএ) এবং মুদারাবা মোহর সেভিংস অ্যাকাউন্ট।

মুদারাবা বিবাহ সেভিংস অ্যাকাউন্ট (এমবিএসএ) একটি মাসিক কিস্তিভিত্তিক সঞ্চয় হিসাব। প্রাপ্তবয়স্ক যুবক কিংবা অভিভাবকরা বিবাহের খরচ নির্বাহের জন্য এ হিসাব খুলতে পারবেন। এই হিসাবে মাসিক কিস্তি ৫০০ টাকা কিংবা তার গুণিতক সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত নির্ধারণ করা যায়।

মেয়াদ হবে সর্বনিম্ন ৩ বছর থেকে সর্বোচ্চ ৫ বছর। কিস্তির পরিমাণ যেহেতু অপরিবর্তনীয়, তাই হিসাব খোলার সময় কিস্তির পরিমাণ সামর্থ্য ও লক্ষ্যের সঙ্গে সমন্বয় করে নির্ধারণ করতে হয়। এ অ্যাকাউন্টে ইসলামিক শরিআহ ভিত্তিতে বছরে দুইবার প্রাক্কলিত মুনাফা দেওয়া হয় এবং বছর শেষে চূড়ান্ত মুনাফা সমন্বয় করা হয়। ইসলামী ব্যাংকে বর্তমানে ৫৩ হাজার বিবাহ সঞ্চয় অ্যাকাউন্ট রয়েছে।

মুদারাবা মোহর সেভিংস অ্যাকাউন্টও একটি মাসিক কিস্তিভিত্তিক সঞ্চয় হিসাব। পেশাজীবী, চাকরিজীবী, ব্যবসায়ী কিংবা প্রবাসী পুরুষ যারা মোহর পরিশোধের জন্য পরিকল্পিত সঞ্চয় করতে চান তারা সামর্থ অনুযায়ী এই অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই হিসাবে মাসিক কিস্তি ৫০০ টাকা থেকে ৫ হাজার টাকা এবং ৫ বছর ও ১০ বছর মেয়াদ। স্বামী কিংবা বিবাহেচ্ছুক পুরুষ এ হিসাব পরিচালনা করতে পারবেন। বিবাহেচ্ছুকদের লক্ষ্যমাত্রার সঙ্গে আর বিবাহিতদের ক্ষেত্রে কাবিননামায় উল্লেখিত মোট টাকার পরিমাণ, আদায়কৃত টাকা এবং আদায়যোগ্য টাকার পরিমাণ উল্লেখ করে আদায়যোগ্য টাকার ওপর মাসিক হার নির্ধারণ করা হয়। ইসলামী ব্যাংকে বর্তমানে ৫২ হাজার মোহরানা অ্যাকাউন্ট রয়েছে।

জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি, নিজের দুই কপি ছবি, বিবাহ হিসাবের জন্য নমিনীর এক কপি ছবি আর মোহর হিসাবের জন্য স্ত্রীর দুই কপি ছবি (প্রযোজ্য ক্ষেত্রে) নিয়ে ইসলামী ব্যাংকের যেকোনো শাখা, উপশাখা কিংবা এজেন্টে এই অ্যাকাউন্টদ্বয় খোলা যাবে। সেলফিনের মাধ্যমেও এই একাউন্ট খোলা যায়। ব্যাংকের যেকোনো শাখা, উপ-শাখা কিংবা এজেন্ট ব্যাংকিং আউটলেটে কিস্তির টাকা জমা দেওয়া যায়।

এছাড়া সেলফিন, ইন্টারনেট ব্যাংকিং ও এমক্যাশের মাধ্যমে ২৪/৭ ঘরে বসে খুব সহজে মাসিক কিস্তি ট্রান্সফার করা যায়। শাখায় স্পেশাল ইনস্ট্রাকশন দিয়ে রাখলে প্রতি মাসে নির্দিষ্ট তারিখে স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট হিসাব থেকে বিবাহ ও মোহর একাউন্টে কিস্তির টাকা জমা হবে। গ্রাহক চাইলে কিস্তির টাকা অগ্রিম পরিশোধ করতে পারেন।

দিন দিন বিবাহ সংক্রান্ত ব্যয় বৃদ্ধি পাওয়ায় মধ্যবিত্তের জন্য বিয়ের খরচ নির্বাহ করা অনেকটা কঠিন হয়ে উঠছে। আবার মোহরানা আদায়ে শরিয়তের কঠোর নির্দেশনা থাকা সত্তেও সমাজে মোহরানা আদায়ের সংস্কৃতি প্রায় নির্মূল হয়ে যাচ্ছে। ইসলামী ব্যাংকের এই দুই অ্যাকাউন্ট বিবাহের মতো একটি পবিত্র বন্ধন সুন্দরভাবে সম্পন্ন করতে এবং বিবাহ পরবর্তী মোহর আদায়কে সহজ করতে ব্যাপক ভূমিকা রাখছে। এরই মধ্য এই অ্যাকাউন্ট দুটি বেশ গ্রাহক প্রিয়তা অর্জন করেছে।