দীর্ঘ ৬ বছর পর যুক্তরাজ্যে এসেছেন বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। শুক্রবার হিথ্রো বিমানবন্দরে তিনি এসে পৌছালে তাকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যস্থ বাংলাদেশ হাইকমিশনার নাজমুল কাওনাইন, যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতামন মাহমুদ শরিফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামানসহ যুক্তরাজ্য আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।
৬ বছর পর তার সফরকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশী ও যুক্তরাজ্য আওয়ামীলীগ ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে। প্রবাসীদের পক্ষ থেকে পুর্ব লন্ডনের ইম্প্রেশন ইভেন্ট ভেন্যুতে আগামী ১২ ফেব্রুয়ারী রবিবার দুপুরে প্রবীন এই রাজনীতিবিদকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হবে।
এদিকে একই সাথে যুক্তরাজ্যে সফল এসেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। তবে আগমনের বিষয়টি আগে থেকে যুক্তরাজ্য আওয়ামীলীগ জানত বলে জানিয়েছেন সিনিয়র নেতৃবৃন্দ।