তানিয়া আক্তার
বসন্ত এসে যাচ্ছে। আসছে ভ্যালেনটাইনস ডে ভালোবাসা দিবস। বসন্ত মানেই বাঙালির প্রণয়মুখর দিন। একদিন পরই দিবসের ভালোবাসা তা আরো জমিয়ে দেয়। এ সব দিনে মানুষ ঘরে থাকতে চায় না। বন্ধু-বান্ধব আর স্বজনের সঙ্গে এদিক- সেদিক ঘুরে বেড়ায় বিশেষ সাজে, বিশেষ পোশাকে। তাই পোশাকের দোকানগুলো নতুন পোশাক নিয়ে হাজির হয়। সাজসজ্জার ডালা নিয়ে বসে থাকেন বিউটিশিয়ানরা। এবার পোশাকটা কেমন হওয়া চাই? সাজের ক্ষেত্রেই বা কোন্ দিকে নজর দিতে হবে? ফ্যাশন ডিজাইনার আর রূপ বিশেষজ্ঞরা তা জানিয়েছেন এই সময়কে।
রূপ-কথা
বসন্ত বরণ বলুন, আর ভালোবাসা দিবস বলুন, দুটি দিনের সাজেই ফুলের উপস্থিতি দারুণভাবে চোখে পড়ে। তাই সাজ হওয়া চাই সতেজ। চোখে কাজল আর কপালে টিপ। ব্যস! এটুকুতেই পুরো একটা সাজের রূপ দিয়ে দিবে আপনাকে। এখন রজনীগন্ধা, গাঁদা কিংবা যেকোনো তাজা ফুলের গয়নারও বেশ চাহিদা আছে। এছাড়া চুলে লম্বা ফুলের মালার ব্যবহারও ভিন্নতা এনে দিতে পারে।
পয়লা ফাল্গুন আর ভালোবাসা দিবসে নারীদের সাজসজ্জা নিয়ে কথা হয় প্রিভে স্যালন অ্যান্ড স্পা বিউটিপার্লারের স্বত্বাধিকারী নাহিলা হেদায়েতের সঙ্গে। এই রূপ বিশেষজ্ঞ এই সময়কে বলেন, ‘ত্বক অবশ্যই সতেজ ও স্বাভাবিক রাখতে হবে। চুলের সাজে গরমের দিনে বিনুনিই আদর্শ। বিনুনি গেঁথে খোঁপা করলে সৌন্দর্য যেমন বাড়বে, তেমনি গরমেও বিষয়টি স্বস্তিদায়ক হবে।’
তিনি আরো বলেন, ‘চোখে গাঢ় কাজল আর ঠোঁটে পোশাকের সঙ্গে মিলিয়ে যেকোনো রঙের ম্যাট লিপস্টিকে সাজাতে পারেন। তবে পুরো সাজের ধরনের সঙ্গে মিলিয়ে গয়না নির্বাচন করা উচিত।’
একই প্রসঙ্গে র্যাম্প মডেল ও কোরিওগ্রাফার বুলবুল টুম্পা এই সময়কে বলেন, ‘উৎসবের সাজে হালকা ও পরিপাটি যেকোনো সাজই মানাবে। তবে লক্ষ্য রাখতে হবে সাজে যাতে স্বাচ্ছন্দ্য থাকে। সাজ যদি নিজের কাছে অস্বস্তি লাগে তাহলে উৎসব আর উপভোগ করা যাবে না।’
রূপ বিশেষজ্ঞরা বলছেন, ত্বকের সাজে মেকআপের বেইজ, মুখের গড়ন আর রঙের মধ্যে সমন্বয় থাকছে কি না, সেদিকে নজর রাখতে হবে। বেইজ মেকআপ শেষে হালকা পিচ বা গোলাপি রঙের ব্লাশন লাগাতে হবে।
চোখে কাজল ছাড়াও উপরের পাতায় চিকন করে আইলাইনার ব্যবহার করে কমপক্ষে দুবার মাশকারা লাগালে আকর্ষণীয় ও কমনীয় দেখাবে। বসন্তে হালকা আইশ্যাডই মানানসই। তবে পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে প্রয়োজনে তামাটে, সোনালি, বাদামি, লালচে সোনালির মতো উজ্জ্বল রং ব্যবহার করা যাবে।
সাজ পোশাক যেহেতু হালকা তাই হালকা দেশি গয়না বেশি মানাবে। কাঠ, মাটি কিংবা ধাতব দুল সালোয়ার-কামিজের সঙ্গে মানাবে। আর শাড়ির সঙ্গে পরতে পারেন লম্বা মালা আর রেশমি চুড়ি।
কী পরবেন
দুটি দিনই পোশাকে রঙের বৈচিত্র্য থাকে। বসন্ত বরণে হলুদ রঙ বেশি জনপ্রিয়। আর ভ্যালেনটাইনস ডের পোশাকে থাকে লালের ছড়াছড়ি। তবে ভিন্নতা আনতে সবুজ, কমলা, মেরুন, মেজেন্ডা বেছে নেওয়া যেতে পারে। আবার এসব রঙের মিশ্রণও থাকতে পারে। উৎসবের দিনগুলোয় মেয়েরা শুধু শাড়ি নয়, সালোয়ার-কামিজ কিংবা ওয়েস্টার্ন পোশাকও পরতে পারে। সেক্ষেত্রে রং, নকশা ও সাজ কিন্তু মানানসই হতে হবে।
বসন্ত আর ভালোবাসা দিবসে আমাদের দেশে তরুণীদের প্রথম পছন্দের পোশাক শাড়ি। এখন অবশ্য লং কামিজ, ফতুয়া, আর পশ্চিমা ধাঁচের পোশাকও পরতে দেখা যায়। তবে পোশাকে যেন ঐতিহ্যের ছোঁয়া থাকে সেদিকে নজর রাখতে বললেন ফ্যাশন হাউস বিবিয়ানার স্বত্বাধিকারী লিপি খন্দকার। এই ফ্যাশন ডিজাইনার এই সময়কে বলেন, ‘বিশেষ দিবস সামনে রেখে আমরা যে পোশাক করি, তাতে ঐতিহ্যের দিকে লক্ষ্য রাখা হয়। এবার বসন্তের পোশাকগুলোয় আমরা রঙে গুরুত্ব দিয়েছি। সবুজ, হলুদ আর কমলা রঙের মধ্যে হলুদের প্রাধান্য বেশি।’
দেশি পোশাকের হাউসগুলো বসন্ত সামনে রেখেই বেশি পোশাক এনেছে। তারা তরুণদের জন্য বেশি নকশা করেছে। তবে ছোটদের, বড়দেরÑ সবার জন্যই পোশাক আছে। বসন্ত আর ভালোবাসা দিবস সামনে রেখে কেমন পোশাক সংগ্রহ করা উচিত জানতে চাইলে র্যাম্প মডেল ও কোরিওগ্রাফার বুলবুল টুম্পা বলেন, ‘প্রকৃতিতে এখন রঙের মেলা চলছে। গোলাপি, হলুদ ও সবুজ রং বসন্ত আর ভালোবাসা দিবস উদযাপনের উপযোগী।’ নিজের রুচি, ব্যক্তিত্ব আর আরামের দিকে নজর রেখে পোশাক নির্বাচনের পরামর্শ দিলেন তিনি।
পয়লা ফাল্গুন আর ভ্যালেনটাইনস ডেতে তরুণদের প্রথম পছন্দ পাঞ্জাবি-পাজামা। এর সঙ্গে থাকতে পারে কটি। থাকতে পারে উত্তরীয়।
ফাল্গুনে বর্ণিল রঙের বিন্যাসে সজ্জিত হয়েছে ফ্যাশন হাউজ ‘বিশ্বরঙের’ এবারের ফাল্গুন আয়োজন। শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, শাট, টি-শার্ট, বাচ্চাদের পোশাক, স্কার্ট-টপস ইত্যাদিতে যেন প্রকৃতির সব উজ্জ্বল রঙের ছড়াছড়ি। এবারের পোশাকের ধরন-ধারণ সম্পর্কে বিশ্বরঙের স্বত্বাধিকারী ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা এই সময়কে বলেন, ‘বসন্তে যেহেতু প্রকৃতিতে ফুলের ছড়াছড়ি থাকে, তাই আমাদের পোশাকের ডিজাইনে ফুলকে প্রাধান্য দেওয়া হয়েছে। এছাড়াও প্রকৃতির বিভিন্ন উপাদান মোটিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। এক কথায় ডিজাইনে প্রকৃতিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।’