বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নর্থইষ্ট শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ যুক্তরাজ্য বিএনপির বিভিন্ন অঞ্চলের ৪টি পূর্ণাঙ্গ কমিটি ও ২টি আহ্বায়ক কমিটি ঘোষণাসহ ইতিপূর্বে আংশিক ঘোষিত আরও ৫টি জোনের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন। সংগঠনের সহ-দপ্তর সম্পাদক সেলিম আহমেদ সাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
আব্দুল মান্নান মুন্না সভাপতি, মোঃ জহুর আলী সিনিয়র সহ-সভাপতি, সৈয়দ মোসাদ্দিক আহমেদ সাধারণ সম্পাদক, আব্দুল ওয়াহিদ খান যুগ্ম-সাধারণ সম্পাদক, মীর্জা আবু তৈয়ব রায়হানকে সাংগঠনিক সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি যুক্তরাজ্যের নর্থ ইস্ট শাখার ৭১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি এবং একইসাথে মোঃ মোশাহিদকে প্রধান উপদেষ্টা করে ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ঘোষণা করেছে যুক্তরাজ্য বিএনপি
পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য সদস্যদের নাম শীঘ্রই প্রকাশ করা হবে–
এদিকে নব নির্বাচিত নর্থইষ্ট বিএনপির সভাপতি আব্দুল মান্নান মুন্না ও সাধারণ সম্পাদক সৈয়দ মুসাদ্দিক আহমদ এক প্রেস বিজ্ঞপ্তিতে নর্থইষ্ট বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা আলমগীর, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদসহ যুক্তরাজ্য বিএনপির সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।