দুই ডিসপ্লের স্মার্টফোন
তথ্যপ্রযুক্তি ডেস্ক,
ভারতের বাজারে নতুন একটি ফোন অবমুক্ত করতে যাচ্ছে তাইওয়ানের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান এইচটিসি। ফোনটির মডেল এইচটিসি ইউ আল্ট্রা। এই ফোনটির দেশটির বাজারে পাওয়া যাবে ২১ ফেব্রুয়ারি থেকে।
এই ফোনটির বিশেষত্ব হচ্ছে এতে দুই ডিসপ্লে থাকছে।
ফোনটিতে আছে ৫.৭ ইঞ্চির প্রধান ডিসপ্লে। এই ডিসপ্লের রেজুলেশন ২৫৬০x১৪৪০ পিক্সেল। ফোনটির দ্বিতীয় ডিসপ্লের আকার ২ ইঞ্চির। ডিসপ্লের রেজুলেশন ১৬০×১০৪০ পিক্সেল।
দ্বিতীয় ডিসপ্লে দিয়ে ফোনবুক, অ্যাপ এবং নোটিফিকেশনের শটকাট জানা যাবে। এই ডিসপ্লে তৈরিতে এইচটিসি সেন্স কমপ্যানিয়ন সফটওয়্যার ব্যবহৃত হয়েছে। যেটাতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়েছে। ফলে এই কৃত্রিম বুদ্ধিমত্তা ফোনটির ব্যবহারকারীর চাহিদা বুঝবে।
এইচটিসি ইউ আল্ট্রা ফোনটিতে কার্ভড ডিসপ্লে রয়েছে। চারটি রঙে ফোনটি পাওয়া যাবে। এই রঙগুলো হলো ব্ল্যাক, হোয়াইট, ব্লু এবং পিঙ্ক।
ফোনটিতে চারটি বিল্টইন মাইক্রোফোন রয়েছে। এই চারটি মাইক্রোফোনই সব সময় চালু থাকবে। ফলে ব্যবহারকারী তার ফোনটি নেভিগেট করা, কল রিজেক্ট করা অ্যালার্ম বন্ধ করা কিংবা স্থগিত করার কাজটি ভয়েস কমান্ডের মাধ্যমে করতে পারবেন। এছাড়াও এই মাইক্রোফোন দিয়ে ৩৬০ ডিগ্রি অডিও রেকর্ড করা যাবে। এতে ব্যবহার করা হয়েছে বুমবুম সাউন্ড হাইফাই স্পিকার।
ফোনটির রিয়ার ক্যামেরা ১২ মেগাপিক্সেলের। এই ক্যামেরায় লেজার অটোফোকাস এবং অপটিক্যাল ইমেজ স্টাবিলাইজেশন প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। এর সেলফি ক্যামেরা ১৬ মেগাপিক্সেলের।
অ্যানড্রয়েড ৭.০ নুগাট অপারেটিং সিস্টেমের সঙ্গে ফোনটিতে আছে এইচটিসির ইউআই ইউজার ইন্টারফেস।
৪ জিবি র্যামের এই ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২১ প্রসেসর রয়েছে। এতে আছে ইউএসবি টাইপ সি এবং ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। এতে কুইক চার্জিং টেকনোলজি ব্যবহৃত হয়েছে।
ডিসপ্লে সুরক্ষার জন্য ফোনটিতে আছে কর্নিং গরিলা গ্লাস ৫ প্রটেকশন। ফোনটি ১২৮ জিবি বিল্টইন মেমোরি ভার্সনে পাওয়া যাবে।