সন্তান দত্তক নিচ্ছেন মনীষা কৈরালা
বিনোদন ডেস্ক,
চলতি বছরের যে কোন দিন এক কন্যাসন্তানকে দত্তক নিবেন বলে ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা। তিনি সদ্যই ক্যানসার থেকে সুস্থ হয়ে অভিনয়ে ফিরেছেন। এখন তিনি ব্যস্ত হয়ে পড়েছেন অভিনয়ে।
সন্তান নেওয়ার ব্যাপারে তিনি ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘আমি সব কিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরেই ওকে ঘরে আনব। জীবনের এই নতুন অধ্যায়টা নিয়ে আমি সুপার-এক্সাইটেড ’।
প্রতিবেদন থেকে জানা যায়, রাজকুমার হিরানি পরিচালিত সঞ্জয় দত্তের ছবিতে নার্গিসের চরিত্রে অভিনয় করছেন মনীষা কৈরালা। ইতিমধ্যে সেই ছবির কাজও শুরু হয়ে গেছে।
উল্লেখ্য ২০১২ সালে নেপালি ব্যবসায়ী সম্রাট দাহালের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর থেকে একাকীত্বে ভুগতেন এ নায়িকা। সেই সময় বেশ কয়েকবার মা হওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন তিনি। এবার পূরণ হতে চলেছে সেই ইচ্ছে।