খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য ও বৃহত্তর ময়মনসিংহ ইত্তিফাকুল উলামার মহাসচিব মাওলানা মনসুরুল হক স্মরনে যুক্তরাজ্য খেলাফত মজলিসের
উদ্দোগে ২৪ ফেব্রুয়ারী শুক্রবার এক আলোচনা সভা ও দোয়া মাহফিল আলহুদা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় ।
এতে মরহুমের জীবন ও কর্মের উপর আলোচনা করেন
কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও যুক্তরাজ্য খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল কাদির সালেহ । আমন্ত্রিত
অতিথি হিসেব উপস্থিত ছিলেন প্রবীন ইসলামী আন্দোলনের নেতা দায়ী লেখক ও কবি অধ্যাপক ফরীদ আহমদ রেজা ।
আরো উপস্থিত ছিলেন যুক্তরাজ্য খেলাফত মজলিসের সহ সভাপতি ও আল আকসা মসজিদের খতীব মাওলানা ছাদিকুর রহমান, সহ সভাপতি ও বো কমিউনিটি মস্ক এর ইমাম ড: আবদুসশুকুর, সহ সভাপতি ও বায়তুল মামুর মসজিদের খতীব
হাফিজ মাওলানা আব্দুল কাদির,সহ সভাপতি ও সালমন লেন মসজিদের খতীব হাফিজ মাওলানা মুফতী হাসান নূরী চৌধুরী,
সহ সাধারন সম্পাদক ও আলহুদা একাডেমি এন্ড মস্ক এর সেক্রেটারী মাওলানা শাহ মিজানুল হক, তারবিয়াহ সেক্রেটারী
ও এশায়াতুল ইসলাম ফার্ডস্কোয়ার মসজিদের খতীব মাওলানা
মুফতি মাহবুবুর রহমান তালুকদার, যুক্তরাজ্য নর্থ রিজিওনাল ত্তবাবধায়ক সৈয়দ মারুফ আহমদ , অফিস সম্পাদক আব্দুল করীম ওবায়েদ ,লন্ডন মহানগরী সভাপতি ও বায়তুল মামুর মসজিদের পরিচালক মাওলানা তায়ীদুল ইসলাম,সহ সভাপতি ওএশায়াতুল ইসলাম ফোর্ড স্কোয়ার মসজিদের ইমাম হাফিজ মাওলানা সাদিকুর রহমান, সহ সভাপতি এ আলহুদা মসজিদের ইমাম হাফিজ মাওলানা আবদুররাজ্জাক,সহ সভাপতি ও ল্যান্সবারী হাফিজিয়া মাদ্রাসার উস্তাদ হাফিজ মাওলানা আশরাফ আহমদ, তারবিয়াহ সম্পাদক ও লেন্সবারী মসজিদের খতীব মাওলানা নুফাইস আহমদ বরকতপুরী, বায়তুলমাল সম্পাদক ও আলহুদা একাডেমির প্রধান শিক্ষক মাওলানা আনিসুররহমান , সাংগঠনিক সম্পাদক ফখরুল আবেদীন মুর্শেদ , নির্বাহী সদস্য ও লন্ডন হলওয়ে মসজিদের খতীব মাওলানা মু’তাসিম বিল্লাহ ,সাউথএ্যান্ড শাখা সভাপতি ও মসজিদের ইমাম মাওলানা মাওলানা আশরাফুল মাওলা,
মহানগরী নির্বাহী সদস্য মাওলানা আবুল কাসেম , মাওলানা আব্দুল খালিক শাহেদ ও মাওলানা আমীরুল ইসলাম প্রমুখ ।
সংবাদ শিরোনাম ::
মাওলানা মনসুরুল হক খান স্মরনে যুক্তরাজ্য খেলাফত মজলিসের দোয়া মাহফিল
-
প্রতিনিধি
- আপডেট সময় : ০৬:২৫:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৭
- 477
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ