শামীম ওসমানকে নিয়ে সিদ্দিকী নাজমুলের চাঞ্চল্যকর কবিতা
বহুল আলোচিত রাজনীতিবিদ নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে একটি কবিতা লিখেছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদারকে ট্যাগ করে ফেসবুকে কবিতাটি পোস্ট করেছেন নাজমুল। তার এই কবিতাটি ইতোমধ্যেই বিভিন্ন মহলে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিভিন্ন ব্যক্তি এটি শেয়ার করেছেন। সিদ্দিকী নাজমুল আলমের কবিতাটি নিম্নে হুবহু তুলে ধরা হলো- ‘আপনেও কালো আমিও কালো আপনার পিছনেও টিকটিকি আমার পিছনেও টিকটিকি আপনারও নেত্রী ছাড়া কেউ নেই আমারও নেত্রী ছাড়া কেউ নেই আপনেও ডাইরেক্ট একশ্যান আমিও চেষ্টা করি আপনি যদি গডফাদার হন তাইলে আমিও তাইতো আপনি আমার ভাই শুভ জন্মদিন ভালো থাকবেন।’