ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ড. ইউনূস, জামায়াত ও নাহিদ গং ‘লাশের কারিগর’, অভিযোগ ঢাবি শিক্ষকের দুর্গাপূজায় ইলিশ চেয়ে বাংলাদেশ সরকারকে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের চিঠি ফিলিস্তিনি জনগণকে গণহত্যা থেকে রক্ষা করতে পররাষ্ট্র উপদেষ্টার আহ্বান কমিউনিটিভিত্তিক মডেলে মাঠ-পার্ক ব্যবস্থাপনা করবে ডিএনসিসি সোহরাওয়ার্দীতে চার দিনের ‘জুলাই জাগরণ’: সাংস্কৃতিক চেতনায় ফিরে দেখা ২০২৪ বছরের প্রথম ছয় মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতা‌লি গে‌ছেন ৯ হাজার ৭৩৫ জন বিতর্কিত তিন নির্বাচন পর্যালোচনা করতে কমিটি জুলাই গণঅভ্যুত্থানে নিহত হওয়ার স্থানে হবে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ সন্ধ্যার মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস সুনামির সতর্কতায় জাপানের ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র ছাড়ল সব কর্মী

মহেশখালীতে পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধ, অস্ত্র ও গুলি উদ্ধার

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৩০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৭
  • 286


নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার : কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি ইউনিয়নের দারা খাল এলাকায় আজ সোমবার রাত সাড়ে ৮টার দিকে পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে পুলিশের ৪ জন এসআই আহত হয়েছে। পুলিশ আহত অবস্থায় গ্রেপ্তার করেছে জুনু ডাকাত নামের উপকূলীয় এলাকার এক শীর্ষ ডাকাতকে। উদ্ধার করা হয়েছে তার বাহিনীর বিপুল অস্ত্র ও গুলি।

মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, চালিয়াতলী ও মাতারবাড়ি সংযোগ সড়কের দাড়া খাল এলাকায় দীর্ঘদিন থেকে একটি শক্তিশালী ডাকাত সিন্ডিকেট ডাকাতি করে আসছিল। সোমবার সন্ধ্যার পর এলাকার এই ডাকাত চক্রটি সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এ রকম খবর পেয়ে বিপুলসংখ্যক পুলিশ সাদা পোশাকে ওই এলাকায় অবস্থান নেয়। পুলিশ ডাকাতদের চ্যালেঞ্জ করলে ডাকাতরা পুলিশকে লক্ষ করে গুলি চালাতে থাকে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়ে।

এক পর্যায়ে পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধ লেগে যায়। ডাকাতরা পিছু হটলে পুলিশ বেলাল উদ্দিন ওরফে ঝুনু ডাকাতকে গ্রেপ্তার করে। ঝুনু কালারমার ছড়া ইউনিয়নের উত্তর নলবিলা এলাকার জনৈক আব্দুল গণির ছেলে। সে তালিকাভুক্ত শীর্ষ ডাকাত বলে পুলিশ জানায়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ ৯টি অস্ত্র, ৩০ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে। ওসি জানান, বন্দুকযুদ্ধের ঘটনায় পুলিশের পক্ষ থেকে ৩০ রাউন্ড ও সন্ত্রাসীরা ৩০-৩৫ রাউন্ড গুলি ছুড়ে।

আহত পুলিশ সদস্যরা হলেন- এসআই মিনহাজ, এসআই জাহাঙ্গীর, এএসআই সঞ্জয় ও এসআই শাহ আলম। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ আটককৃত ডাকাত ঝনুকে অস্ত্রসহ মাতারবাড়ি পুলিশ ফাঁড়িতে নিয়ে গেছে। পুলিশের অপর একটি ইউনিট পলাতক ডাকাতদের পাকড়াও করতে আশপাশের এলাকায় অভিযান চালাচ্ছে বলে জানান ওসি।

ট্যাগস :

ড. ইউনূস, জামায়াত ও নাহিদ গং ‘লাশের কারিগর’, অভিযোগ ঢাবি শিক্ষকের

মহেশখালীতে পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধ, অস্ত্র ও গুলি উদ্ধার

আপডেট সময় : ০৪:৩০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৭


নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার : কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি ইউনিয়নের দারা খাল এলাকায় আজ সোমবার রাত সাড়ে ৮টার দিকে পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে পুলিশের ৪ জন এসআই আহত হয়েছে। পুলিশ আহত অবস্থায় গ্রেপ্তার করেছে জুনু ডাকাত নামের উপকূলীয় এলাকার এক শীর্ষ ডাকাতকে। উদ্ধার করা হয়েছে তার বাহিনীর বিপুল অস্ত্র ও গুলি।

মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, চালিয়াতলী ও মাতারবাড়ি সংযোগ সড়কের দাড়া খাল এলাকায় দীর্ঘদিন থেকে একটি শক্তিশালী ডাকাত সিন্ডিকেট ডাকাতি করে আসছিল। সোমবার সন্ধ্যার পর এলাকার এই ডাকাত চক্রটি সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এ রকম খবর পেয়ে বিপুলসংখ্যক পুলিশ সাদা পোশাকে ওই এলাকায় অবস্থান নেয়। পুলিশ ডাকাতদের চ্যালেঞ্জ করলে ডাকাতরা পুলিশকে লক্ষ করে গুলি চালাতে থাকে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়ে।

এক পর্যায়ে পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধ লেগে যায়। ডাকাতরা পিছু হটলে পুলিশ বেলাল উদ্দিন ওরফে ঝুনু ডাকাতকে গ্রেপ্তার করে। ঝুনু কালারমার ছড়া ইউনিয়নের উত্তর নলবিলা এলাকার জনৈক আব্দুল গণির ছেলে। সে তালিকাভুক্ত শীর্ষ ডাকাত বলে পুলিশ জানায়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ ৯টি অস্ত্র, ৩০ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে। ওসি জানান, বন্দুকযুদ্ধের ঘটনায় পুলিশের পক্ষ থেকে ৩০ রাউন্ড ও সন্ত্রাসীরা ৩০-৩৫ রাউন্ড গুলি ছুড়ে।

আহত পুলিশ সদস্যরা হলেন- এসআই মিনহাজ, এসআই জাহাঙ্গীর, এএসআই সঞ্জয় ও এসআই শাহ আলম। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ আটককৃত ডাকাত ঝনুকে অস্ত্রসহ মাতারবাড়ি পুলিশ ফাঁড়িতে নিয়ে গেছে। পুলিশের অপর একটি ইউনিট পলাতক ডাকাতদের পাকড়াও করতে আশপাশের এলাকায় অভিযান চালাচ্ছে বলে জানান ওসি।