ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে চলছে জমজমাট সিলেট উৎসব

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৫৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০১৭
  • 470


নিজস্ব প্রতিবেদক।।দেশের ঐতিহ্যবাহী বিভাগ সিলেটের মানুষদের নিয়ে চলছে জমজমাট সিলেট উৎসব। রাজধানীর শেরে বাংলানগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই দিন ব্যাপী উৎসবের উদ্বোধন করার কথা ছিল অর্থমন্ত্রী আবুল মাল মুহিতের। শারিরীক অসুস্থতার কারণে তিনি উদ্বোধনী অনুষ্ঠানে আসতে পারেননি। পরে শুক্রবার সকালে উৎসবের উদ্বোধন করেন সিলেটের কৃতি সন্তান ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. জামিলুর রেজা চৌধুরী।

ঢাকাস্থ জালালাবাদ এসোশিয়েশনের উপদেষ্টা স্যার ফজলে হাসান আবেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সি এম তোফায়েল সফি, সাধারণ সম্পাদক সৈয়দ জগলুল পাশাসহ সিলেটের গুণীজনরা।

শান্তি ও সমৃদ্ধির জন্য সম্প্রীতির অভিযাত্রা স্লোগানকে সামনে রেখে উদ্বোধনী অনুষ্ঠানে ড. জামিলুর রহমান চৌধুরী বলেন, সিলেট বাংলাদেশের ইতিহাস এত্যিহের এক অবিচ্ছেদ্য অংশ। হাছন রাজা, বাউল আব্দুল করিম আর রাধারমনরা সিলেটকে উদ্ভাসিত করে গেছেন। এছাড়া পীর আউলিয়ার পূণ্যভূমি আমাদের এই সিলেট জাতিকে অনেক কিছু দিয়েছে এবং নিরন্তর দিয়ে যাবে।রাজধানীতে চলছে জমজমাট সিলেট উৎসব

উদ্বোধনী অনুষ্ঠানের পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। দুপুর একটা থেকে দুপুরের খাবারের বিরতির পর আবারো সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। সেখানে নাচ, গান, কবিতা আবৃত্তি, কৌতুকের ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছে আয়োজকরা।

উৎসবে যোগ দিতে এসে নিজেদের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যলয়ের সিলেট বিভাগীয় ছাত্র কল্যাণ সমিতির সভাপতি আজিজুর রহমান লিলু ও সাধারণ সম্পাদক জোনাহিদ চাকদার। তারা বলেন, সিলেট আমাদের প্রাণের উচ্ছ্বাসের জায়গা।

ট্যাগস :

রাজধানীতে চলছে জমজমাট সিলেট উৎসব

আপডেট সময় : ০৪:৫৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০১৭


নিজস্ব প্রতিবেদক।।দেশের ঐতিহ্যবাহী বিভাগ সিলেটের মানুষদের নিয়ে চলছে জমজমাট সিলেট উৎসব। রাজধানীর শেরে বাংলানগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই দিন ব্যাপী উৎসবের উদ্বোধন করার কথা ছিল অর্থমন্ত্রী আবুল মাল মুহিতের। শারিরীক অসুস্থতার কারণে তিনি উদ্বোধনী অনুষ্ঠানে আসতে পারেননি। পরে শুক্রবার সকালে উৎসবের উদ্বোধন করেন সিলেটের কৃতি সন্তান ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. জামিলুর রেজা চৌধুরী।

ঢাকাস্থ জালালাবাদ এসোশিয়েশনের উপদেষ্টা স্যার ফজলে হাসান আবেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সি এম তোফায়েল সফি, সাধারণ সম্পাদক সৈয়দ জগলুল পাশাসহ সিলেটের গুণীজনরা।

শান্তি ও সমৃদ্ধির জন্য সম্প্রীতির অভিযাত্রা স্লোগানকে সামনে রেখে উদ্বোধনী অনুষ্ঠানে ড. জামিলুর রহমান চৌধুরী বলেন, সিলেট বাংলাদেশের ইতিহাস এত্যিহের এক অবিচ্ছেদ্য অংশ। হাছন রাজা, বাউল আব্দুল করিম আর রাধারমনরা সিলেটকে উদ্ভাসিত করে গেছেন। এছাড়া পীর আউলিয়ার পূণ্যভূমি আমাদের এই সিলেট জাতিকে অনেক কিছু দিয়েছে এবং নিরন্তর দিয়ে যাবে।রাজধানীতে চলছে জমজমাট সিলেট উৎসব

উদ্বোধনী অনুষ্ঠানের পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। দুপুর একটা থেকে দুপুরের খাবারের বিরতির পর আবারো সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। সেখানে নাচ, গান, কবিতা আবৃত্তি, কৌতুকের ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছে আয়োজকরা।

উৎসবে যোগ দিতে এসে নিজেদের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যলয়ের সিলেট বিভাগীয় ছাত্র কল্যাণ সমিতির সভাপতি আজিজুর রহমান লিলু ও সাধারণ সম্পাদক জোনাহিদ চাকদার। তারা বলেন, সিলেট আমাদের প্রাণের উচ্ছ্বাসের জায়গা।