ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ড. ইউনূস, জামায়াত ও নাহিদ গং ‘লাশের কারিগর’, অভিযোগ ঢাবি শিক্ষকের দুর্গাপূজায় ইলিশ চেয়ে বাংলাদেশ সরকারকে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের চিঠি ফিলিস্তিনি জনগণকে গণহত্যা থেকে রক্ষা করতে পররাষ্ট্র উপদেষ্টার আহ্বান কমিউনিটিভিত্তিক মডেলে মাঠ-পার্ক ব্যবস্থাপনা করবে ডিএনসিসি সোহরাওয়ার্দীতে চার দিনের ‘জুলাই জাগরণ’: সাংস্কৃতিক চেতনায় ফিরে দেখা ২০২৪ বছরের প্রথম ছয় মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতা‌লি গে‌ছেন ৯ হাজার ৭৩৫ জন বিতর্কিত তিন নির্বাচন পর্যালোচনা করতে কমিটি জুলাই গণঅভ্যুত্থানে নিহত হওয়ার স্থানে হবে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ সন্ধ্যার মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস সুনামির সতর্কতায় জাপানের ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র ছাড়ল সব কর্মী

‘আমাকে তো এখন কলেজ ছাত্রের চরিত্রে মানাবে না!’

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৫০:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০১৭
  • 309

বিনোদন ডেস্ক:: চিত্রনায়ক রিয়াজ। চলচ্চিত্রে এখন নিয়মিত না থাকলেও নিজের চিত্রনায়ক ইমেজটা এখনো জুড়ে আছে তার সাথে। তবে শিগগিরই হয়তো বড়পর্দায় দেখা মিলতে পারে তার। সেই প্রসঙ্গের পাশাপাশি চলচ্চিত্রের বিভিন্ন বিষয়ে তিনি কথা বললেন ।

বর্তমান ব্যস্ততা—

এখন মূলত ছোটপর্দার নাটক নিয়েই ব্যস্ত আছি। নিয়মিত একক নাটক করছি। পাশাপাশি আমার ব্যক্তিগত ব্যবসা নিয়ে তো ব্যস্ততা চলছেই।

চলচ্চিত্র নিয়ে অনেকদিন কোনো খবরে নেই আপনি। এ প্রসঙ্গে জানতে চাই—

শিগগিরই এমন একটি খবর পাওয়া যাবে। পিএ কাজলের একটি ছবি নিয়ে কথা হচ্ছে। মেয়েদের ফুটবল নিয়ে এই ছবির গল্পটি। এখনো সবকিছু চূড়ান্ত হয়নি। তবে কিছুদিনের মধ্যে চূড়ান্ত হলে সবাই জানতে পারবেন।

সমসাময়িক আপনারা যারা চলচ্চিত্রে এসেছিলেন তাদের বেশিভাগই এখন চলচ্চিত্রের বাইরে অথবা নিয়মিত নন। এর কারণ হিসেবে আপনি কী বলবেন?

এর কারণ আমাদের পরিচালক ও গল্পকারের অভাব। একজন অভিনেতার বয়স যখন বাড়ে তখন তার সাথে চলচ্চিত্রে তার চরিত্রেরও পরিবর্তন হওয়া উচিত। আমাদের ছবির গল্প এখনো নায়ক-নায়িকার রোমান্স থেকে বের হতে পারেনি। আমাকে তো এখন কলেজ ছাত্রের চরিত্রে মানাবে না! আমার এখনকার সময়ের সাথে মিল রেখে গল্প হলে অভিনয় করতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু এমন গল্প পাই না। সবার ক্ষেত্রে সমস্যাটাই মূলত এখানে।

নায়ক-নায়িকার রোমান্স থেকে পরিচালকরা বের হতে পারছেন না কেন? এখানে কি রিস্কের কারণ রয়েছে মনে করেন?

রিস্কের কারণ মনে করি না। কারণ ২০১৬ সালে প্রায় ৬৫টি চলচ্চিত্র মুক্তি পায়। যার মধ্যে ব্যবসাসফল চলচ্চিত্র ৩টি। তাহলে এই ৬২টি ছবি ব্যবসা করতে পারলো না কেন। তারা কি রিস্ক ছাড়া ছবি নির্মাণ করেছেন! রিস্ক নিয়েই সবাই ছবি করেন। এরমধ্যেই ভিন্ন কিছু চর্চা করতে হবে।

এক সময় আপনাকে টিকেট কেটে হলে দেখতে যেতে হতো। এখন সেই আপনাকেই দর্শকরা টেলিভিশনের পর্দায় বিনা পয়সায় দেখছেন। এখানে আপনার চলচ্চিত্র ইমেজ কি আগের মতো থাকবে মনে করেন?

আমাকে যারা ছোটপর্দায় এখনো দেখেন তারা আমাকে ভালোবেসেই দেখেন। রাস্তায় বের হলে এখনো ঠিক আগের মতোই আমার সাথে ছবি তুলতে চায় ভক্তরা। আমার মনে হয় এটি ইতিবাচক। যারা আমাকে বড়পর্দায় দেখার জন্য অপেক্ষায় আছেন ছবি মুক্তি পেলে তারা সবাই আসবেন। আর ইমেজ আমি সবসময় ধরে রাখি। আমি কি করছি, কি খাচ্ছি বা কোথায় যাচ্ছি এসবের আপডেট আমি কখনো ফেসবুকে দিই না।

ট্যাগস :

ড. ইউনূস, জামায়াত ও নাহিদ গং ‘লাশের কারিগর’, অভিযোগ ঢাবি শিক্ষকের

‘আমাকে তো এখন কলেজ ছাত্রের চরিত্রে মানাবে না!’

আপডেট সময় : ১০:৫০:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০১৭

বিনোদন ডেস্ক:: চিত্রনায়ক রিয়াজ। চলচ্চিত্রে এখন নিয়মিত না থাকলেও নিজের চিত্রনায়ক ইমেজটা এখনো জুড়ে আছে তার সাথে। তবে শিগগিরই হয়তো বড়পর্দায় দেখা মিলতে পারে তার। সেই প্রসঙ্গের পাশাপাশি চলচ্চিত্রের বিভিন্ন বিষয়ে তিনি কথা বললেন ।

বর্তমান ব্যস্ততা—

এখন মূলত ছোটপর্দার নাটক নিয়েই ব্যস্ত আছি। নিয়মিত একক নাটক করছি। পাশাপাশি আমার ব্যক্তিগত ব্যবসা নিয়ে তো ব্যস্ততা চলছেই।

চলচ্চিত্র নিয়ে অনেকদিন কোনো খবরে নেই আপনি। এ প্রসঙ্গে জানতে চাই—

শিগগিরই এমন একটি খবর পাওয়া যাবে। পিএ কাজলের একটি ছবি নিয়ে কথা হচ্ছে। মেয়েদের ফুটবল নিয়ে এই ছবির গল্পটি। এখনো সবকিছু চূড়ান্ত হয়নি। তবে কিছুদিনের মধ্যে চূড়ান্ত হলে সবাই জানতে পারবেন।

সমসাময়িক আপনারা যারা চলচ্চিত্রে এসেছিলেন তাদের বেশিভাগই এখন চলচ্চিত্রের বাইরে অথবা নিয়মিত নন। এর কারণ হিসেবে আপনি কী বলবেন?

এর কারণ আমাদের পরিচালক ও গল্পকারের অভাব। একজন অভিনেতার বয়স যখন বাড়ে তখন তার সাথে চলচ্চিত্রে তার চরিত্রেরও পরিবর্তন হওয়া উচিত। আমাদের ছবির গল্প এখনো নায়ক-নায়িকার রোমান্স থেকে বের হতে পারেনি। আমাকে তো এখন কলেজ ছাত্রের চরিত্রে মানাবে না! আমার এখনকার সময়ের সাথে মিল রেখে গল্প হলে অভিনয় করতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু এমন গল্প পাই না। সবার ক্ষেত্রে সমস্যাটাই মূলত এখানে।

নায়ক-নায়িকার রোমান্স থেকে পরিচালকরা বের হতে পারছেন না কেন? এখানে কি রিস্কের কারণ রয়েছে মনে করেন?

রিস্কের কারণ মনে করি না। কারণ ২০১৬ সালে প্রায় ৬৫টি চলচ্চিত্র মুক্তি পায়। যার মধ্যে ব্যবসাসফল চলচ্চিত্র ৩টি। তাহলে এই ৬২টি ছবি ব্যবসা করতে পারলো না কেন। তারা কি রিস্ক ছাড়া ছবি নির্মাণ করেছেন! রিস্ক নিয়েই সবাই ছবি করেন। এরমধ্যেই ভিন্ন কিছু চর্চা করতে হবে।

এক সময় আপনাকে টিকেট কেটে হলে দেখতে যেতে হতো। এখন সেই আপনাকেই দর্শকরা টেলিভিশনের পর্দায় বিনা পয়সায় দেখছেন। এখানে আপনার চলচ্চিত্র ইমেজ কি আগের মতো থাকবে মনে করেন?

আমাকে যারা ছোটপর্দায় এখনো দেখেন তারা আমাকে ভালোবেসেই দেখেন। রাস্তায় বের হলে এখনো ঠিক আগের মতোই আমার সাথে ছবি তুলতে চায় ভক্তরা। আমার মনে হয় এটি ইতিবাচক। যারা আমাকে বড়পর্দায় দেখার জন্য অপেক্ষায় আছেন ছবি মুক্তি পেলে তারা সবাই আসবেন। আর ইমেজ আমি সবসময় ধরে রাখি। আমি কি করছি, কি খাচ্ছি বা কোথায় যাচ্ছি এসবের আপডেট আমি কখনো ফেসবুকে দিই না।