ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

‘রানা প্লাজা’ ছবির আনুষ্ঠানিক প্রচারণা শুরু

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৪৭:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০১৫
  • 494

বিনোদন প্রতিনিধি,
387
বহুল আলোচিত ছবি ‘রানা প্লাজা’ আগামী ৪ঠা সেপ্টেম্বর ঢাকাসহ সারা দেশে মুক্তি পাবে। ছবি মুক্তির আগে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছে ছবির প্রযোজনা সংস্থা এমএ মাল্টিমিডিয়া হাউজ। শনিবার স্থানীয় একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘রানা প্লাজা’ ছবির ট্রেলার ও টিজির উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির উপদেষ্টা কমিটির যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম খসরু। অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ছবির পরিচালক নজরুল ইসলাম খান, নায়ক সাইমন ও নায়িকা পরীমনি। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশিষ্ট সমাজসেবক আবদুল মান্নান, রানা প্লাজা’র উপদেষ্টা প্রযোজক মোহাম্মদ আলী মানিক এবং নায়ক শাহরিয়াজ উপস্থিত ছিলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পরীমনি বলেন, ‘রানা প্লাজা’ আমার জীবনের একটাই ছবি। তিনি বলেন, আজ আমি যে প্লাটফর্মে দাঁড়িয়ে আছি, এর পুরো কৃতিত্ব ‘রানা প্লাজা’র। আবেগাপ্লুত হয়ে পরীমনি আর কোন কথা বলতে পারেননি। ছবির নায়ক সাইমন বলেন, ‘রানা প্লাজা’ শুধু একটি সিনেমা নয়, এটা আমাদের স্বপ্ন। এই স্বপ্ন দর্শকদের সামনে আসছে। আমরা দোয়া চাইছি। দর্শকদের ভালবাসায় আমাদের এ স্বপ্ন যেন পূরণ হয়। পরিচালক নজরুল ইসলাম খান বলেন, ‘রানা প্লাজা’ আমার পরিচালনা জীবনের শ্রেষ্ঠ ছবি। প্রযোজকের অকৃপণ সহযোগিতায় আমি চেষ্টা করেছি সুন্দর একটি ছবি নির্মাণের। আমার বিশ্বাস ছবিটি সব শ্রেণীর দর্শকদের ভাল লাগবে। বিশেষ অতিথি খোরশেদ আলম খসরু বলেন, ভাল সিনেমা দর্শক দেখছে। প্রযোজক প্রদর্শক সবাই লাভবান হচ্ছেন। ‘রানা প্লাজা’ দর্শকদের ভাল লাগার মতো একটি ছবি। আমার বিশ্বাস, এ ছবিটি চলচ্চিত্রের বর্তমান চাঙ্গা ব্যবসাকে আরও বেগবান করবে। মুক্তির আগেই বহুল আলোচিত ‘রানা প্লাজা’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাইমন, পরীমনি, আবুল হায়াত, মিজু আহমেদ, কাবিলা, হাবিব খান, শিরিন আলমসহ অনেকেই।

ট্যাগস :

‘রানা প্লাজা’ ছবির আনুষ্ঠানিক প্রচারণা শুরু

আপডেট সময় : ১১:৪৭:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০১৫

বিনোদন প্রতিনিধি,
387
বহুল আলোচিত ছবি ‘রানা প্লাজা’ আগামী ৪ঠা সেপ্টেম্বর ঢাকাসহ সারা দেশে মুক্তি পাবে। ছবি মুক্তির আগে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছে ছবির প্রযোজনা সংস্থা এমএ মাল্টিমিডিয়া হাউজ। শনিবার স্থানীয় একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘রানা প্লাজা’ ছবির ট্রেলার ও টিজির উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির উপদেষ্টা কমিটির যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম খসরু। অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ছবির পরিচালক নজরুল ইসলাম খান, নায়ক সাইমন ও নায়িকা পরীমনি। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশিষ্ট সমাজসেবক আবদুল মান্নান, রানা প্লাজা’র উপদেষ্টা প্রযোজক মোহাম্মদ আলী মানিক এবং নায়ক শাহরিয়াজ উপস্থিত ছিলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পরীমনি বলেন, ‘রানা প্লাজা’ আমার জীবনের একটাই ছবি। তিনি বলেন, আজ আমি যে প্লাটফর্মে দাঁড়িয়ে আছি, এর পুরো কৃতিত্ব ‘রানা প্লাজা’র। আবেগাপ্লুত হয়ে পরীমনি আর কোন কথা বলতে পারেননি। ছবির নায়ক সাইমন বলেন, ‘রানা প্লাজা’ শুধু একটি সিনেমা নয়, এটা আমাদের স্বপ্ন। এই স্বপ্ন দর্শকদের সামনে আসছে। আমরা দোয়া চাইছি। দর্শকদের ভালবাসায় আমাদের এ স্বপ্ন যেন পূরণ হয়। পরিচালক নজরুল ইসলাম খান বলেন, ‘রানা প্লাজা’ আমার পরিচালনা জীবনের শ্রেষ্ঠ ছবি। প্রযোজকের অকৃপণ সহযোগিতায় আমি চেষ্টা করেছি সুন্দর একটি ছবি নির্মাণের। আমার বিশ্বাস ছবিটি সব শ্রেণীর দর্শকদের ভাল লাগবে। বিশেষ অতিথি খোরশেদ আলম খসরু বলেন, ভাল সিনেমা দর্শক দেখছে। প্রযোজক প্রদর্শক সবাই লাভবান হচ্ছেন। ‘রানা প্লাজা’ দর্শকদের ভাল লাগার মতো একটি ছবি। আমার বিশ্বাস, এ ছবিটি চলচ্চিত্রের বর্তমান চাঙ্গা ব্যবসাকে আরও বেগবান করবে। মুক্তির আগেই বহুল আলোচিত ‘রানা প্লাজা’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাইমন, পরীমনি, আবুল হায়াত, মিজু আহমেদ, কাবিলা, হাবিব খান, শিরিন আলমসহ অনেকেই।