ঢাকা ১০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ওদের কোন ক্ষমা নেই ! ‘ওরা আমাদের রেপ করেছে, আমরা ওদের খুন করব’

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৩৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০১৫
  • 465

আন্তর্জাতিক ডেস্কঃ
540
রক্তের জবাব রক্তে। এই পণ নিয়েই একটি মহিলা ব্রিগেড গঠন করলেন ইয়াজিদি গায়িকা জেট শিংগালি। লক্ষ্য একটাই। আইএসআইএস-এর বিরুদ্ধে প্রতিশোধ। ইয়াজিদি বোনেদের উপর যৌন অত্যাচার, কৃতদাস বানিয়ে রাখা আর তাঁদেরই সম্প্রদায়ের ছেলেদের মুণ্ডচ্ছেদ। আইএসআইএস-এর এধরনের ইয়াজিদি বিদ্বেষের বিরুদ্ধে পাল্টা আঘাত হানতে গঠন করা হয়েছে মহিলাবাহিনী। যে বাহিনীর যোদ্ধাদের বয়স ১৭ থেকে ৩০-এর মধ্যে।

নতুন সূর্যের দিশা দেখাচ্ছে ‘সান গার্লস’। এই বাহিনীর কেউ কোনওক্রমে পালিয়ে বেঁচেছে আইএসআইএস-এর হাত থেকে। কারও পরিবার আইএসআইএস-এর ইয়াজিদি নিধন যজ্ঞে নিশ্চিহ্ন। তবে, ব্যাকগ্রাউন্ড ভিন্ন হলেও, সবার টার্গেট একটাই। আইএসআইএস-এর বিরুদ্ধে প্রতিশোধ। এই যুদ্ধে যেকোনও সময় চরম বিপদ আসতে পারে, পড়তে হতে পারে আইএসআইএস জঙ্গিদের হাতে। এসব জেনেও সান গার্লসের ছোট থেকে বড় সব সেপাই অক্লেশে এই সমস্ত ঝুঁকি নিতে প্রস্তুত।

বাহিনীর সবচেয়ে ছোট সদস্য ১৭ বছর বয়সি এক ইয়াজিদি কিশোরী বলছে, ‘আমি এই বাহিনীতে যোগ দিয়েছি শুনে আমার পরিবার গর্বিত। তাঁরা সবাই আমার এই সিদ্ধান্তের সঙ্গে সহমত। আইএসআইএস যদি আমায়া মেরেও ফেলে, তবুও আমি চিত্‍‌কার করে বলব আমি ইয়াজিদি।’ এই কিশোরীর বাড়ি-ঘর, গোটা পাড়া তছনছ করে দিয়েছে আইএসআইএস জঙ্গিরা। কিশোরীটি ও তার ভাইবোনেরা কোনওরকমে পালাতে পেরেছিল আইএসআইএস-এর হাত থেকে। বাহিনীর আর এক কিশোরী আইএসআইএস-এর নৃশংস মুণ্ডচ্ছেদের প্রসঙ্গে টেনে বলেছে, ওরা যদি এভাবে আমাদের খুন করতে পারে, তবে আমরাও ওদের এভাবেই খুন করতে পারব। আরও একজন বলছে, ওরা আমাদের রেপ করেছে, আমরা ওদের খুন করব।

এই বাহিনীর প্রতিষ্ঠাতা ও প্রধান ৩০ বছর বয়সি গায়িকা জেট সিংগালি উত্তর ইরাকের ঐতিহ্যবাহী লোকসঙ্গীত গায়িকা হিসেবে পরিচিত। তিনি কুর্দিশ প্রেসিডেন্টের থেকে বিশেষ অনুমতি নিয়েই এই বাহিনী তৈরি করেছেন। এখনও পর্যন্ত ১২৩ জন মেয়েকে এই বাহিনীতে নিয়োগ করেছেন তিনি। জেট জানিয়েছেন, কুর্দিশ জওয়ানরা একে-৪৭সহ বিভিন্ন আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ দিচ্ছে এই মহিলা ব্রিগেডকে। তবে, যেকোনও মুহূর্তে আইএসআইএস-এর বিরুদ্ধে আঘাত হানতে যে সান গার্লস তৈরি, তাও জানিয়ে দিয়েছেন জেট।

ট্যাগস :

ওদের কোন ক্ষমা নেই ! ‘ওরা আমাদের রেপ করেছে, আমরা ওদের খুন করব’

আপডেট সময় : ১০:৩৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০১৫

আন্তর্জাতিক ডেস্কঃ
540
রক্তের জবাব রক্তে। এই পণ নিয়েই একটি মহিলা ব্রিগেড গঠন করলেন ইয়াজিদি গায়িকা জেট শিংগালি। লক্ষ্য একটাই। আইএসআইএস-এর বিরুদ্ধে প্রতিশোধ। ইয়াজিদি বোনেদের উপর যৌন অত্যাচার, কৃতদাস বানিয়ে রাখা আর তাঁদেরই সম্প্রদায়ের ছেলেদের মুণ্ডচ্ছেদ। আইএসআইএস-এর এধরনের ইয়াজিদি বিদ্বেষের বিরুদ্ধে পাল্টা আঘাত হানতে গঠন করা হয়েছে মহিলাবাহিনী। যে বাহিনীর যোদ্ধাদের বয়স ১৭ থেকে ৩০-এর মধ্যে।

নতুন সূর্যের দিশা দেখাচ্ছে ‘সান গার্লস’। এই বাহিনীর কেউ কোনওক্রমে পালিয়ে বেঁচেছে আইএসআইএস-এর হাত থেকে। কারও পরিবার আইএসআইএস-এর ইয়াজিদি নিধন যজ্ঞে নিশ্চিহ্ন। তবে, ব্যাকগ্রাউন্ড ভিন্ন হলেও, সবার টার্গেট একটাই। আইএসআইএস-এর বিরুদ্ধে প্রতিশোধ। এই যুদ্ধে যেকোনও সময় চরম বিপদ আসতে পারে, পড়তে হতে পারে আইএসআইএস জঙ্গিদের হাতে। এসব জেনেও সান গার্লসের ছোট থেকে বড় সব সেপাই অক্লেশে এই সমস্ত ঝুঁকি নিতে প্রস্তুত।

বাহিনীর সবচেয়ে ছোট সদস্য ১৭ বছর বয়সি এক ইয়াজিদি কিশোরী বলছে, ‘আমি এই বাহিনীতে যোগ দিয়েছি শুনে আমার পরিবার গর্বিত। তাঁরা সবাই আমার এই সিদ্ধান্তের সঙ্গে সহমত। আইএসআইএস যদি আমায়া মেরেও ফেলে, তবুও আমি চিত্‍‌কার করে বলব আমি ইয়াজিদি।’ এই কিশোরীর বাড়ি-ঘর, গোটা পাড়া তছনছ করে দিয়েছে আইএসআইএস জঙ্গিরা। কিশোরীটি ও তার ভাইবোনেরা কোনওরকমে পালাতে পেরেছিল আইএসআইএস-এর হাত থেকে। বাহিনীর আর এক কিশোরী আইএসআইএস-এর নৃশংস মুণ্ডচ্ছেদের প্রসঙ্গে টেনে বলেছে, ওরা যদি এভাবে আমাদের খুন করতে পারে, তবে আমরাও ওদের এভাবেই খুন করতে পারব। আরও একজন বলছে, ওরা আমাদের রেপ করেছে, আমরা ওদের খুন করব।

এই বাহিনীর প্রতিষ্ঠাতা ও প্রধান ৩০ বছর বয়সি গায়িকা জেট সিংগালি উত্তর ইরাকের ঐতিহ্যবাহী লোকসঙ্গীত গায়িকা হিসেবে পরিচিত। তিনি কুর্দিশ প্রেসিডেন্টের থেকে বিশেষ অনুমতি নিয়েই এই বাহিনী তৈরি করেছেন। এখনও পর্যন্ত ১২৩ জন মেয়েকে এই বাহিনীতে নিয়োগ করেছেন তিনি। জেট জানিয়েছেন, কুর্দিশ জওয়ানরা একে-৪৭সহ বিভিন্ন আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ দিচ্ছে এই মহিলা ব্রিগেডকে। তবে, যেকোনও মুহূর্তে আইএসআইএস-এর বিরুদ্ধে আঘাত হানতে যে সান গার্লস তৈরি, তাও জানিয়ে দিয়েছেন জেট।