ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

‘পদ্মা সেতু অন্যতম অর্থনৈতিক চ্যালেঞ্জ’

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৩৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০১৫
  • 484

598
পদ্মাসেতু প্রকল্পের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী বলেছেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু তৈরি করছি। এটি আমাদের অন্যতম অর্থনৈতিক চ্যালেঞ্জ।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় হোটেল সোনারগাঁওয়ে ‘অ্যাডভান্সেস ইন ব্রিজ ইঞ্জিনিয়ারিং-৩’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বাংলাদেশ গ্রুপ অব ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর ব্রিজ অ্যান্ড স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং (আইএবিএসই) এবং জাপান সোসাইটি অব সিভিল ইঞ্জিনিয়ার্সের (জেএসসিই) যৌথ উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।

ড. জামিলুর রেজা বলেন, আমরা এ সেতুর স্থায়ীত্বের জন্য ১৫০ মিটার পাইলিং করেছি। এটা পৃথিবীর বুকে অনন্য নজির। এ সেতুর সংযোগ সড়কের কাজও প্রায় শেষের দিকে। সারাদেশে ছোট-বড় প্রায় ৯০০ নদী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এসব নদীর ওপর অসংখ্য সেতু নির্মাণ হচ্ছে। সেগুলোকেও মজবুত করে তৈরি করতে হবে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ড. ইয়াফেস ওসমান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

‘পদ্মা সেতু অন্যতম অর্থনৈতিক চ্যালেঞ্জ’

আপডেট সময় : ০৩:৩৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০১৫

598
পদ্মাসেতু প্রকল্পের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী বলেছেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু তৈরি করছি। এটি আমাদের অন্যতম অর্থনৈতিক চ্যালেঞ্জ।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় হোটেল সোনারগাঁওয়ে ‘অ্যাডভান্সেস ইন ব্রিজ ইঞ্জিনিয়ারিং-৩’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বাংলাদেশ গ্রুপ অব ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর ব্রিজ অ্যান্ড স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং (আইএবিএসই) এবং জাপান সোসাইটি অব সিভিল ইঞ্জিনিয়ার্সের (জেএসসিই) যৌথ উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।

ড. জামিলুর রেজা বলেন, আমরা এ সেতুর স্থায়ীত্বের জন্য ১৫০ মিটার পাইলিং করেছি। এটা পৃথিবীর বুকে অনন্য নজির। এ সেতুর সংযোগ সড়কের কাজও প্রায় শেষের দিকে। সারাদেশে ছোট-বড় প্রায় ৯০০ নদী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এসব নদীর ওপর অসংখ্য সেতু নির্মাণ হচ্ছে। সেগুলোকেও মজবুত করে তৈরি করতে হবে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ড. ইয়াফেস ওসমান।