ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুর্গাপূজায় ইলিশ চেয়ে বাংলাদেশ সরকারকে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের চিঠি ফিলিস্তিনি জনগণকে গণহত্যা থেকে রক্ষা করতে পররাষ্ট্র উপদেষ্টার আহ্বান কমিউনিটিভিত্তিক মডেলে মাঠ-পার্ক ব্যবস্থাপনা করবে ডিএনসিসি সোহরাওয়ার্দীতে চার দিনের ‘জুলাই জাগরণ’: সাংস্কৃতিক চেতনায় ফিরে দেখা ২০২৪ বছরের প্রথম ছয় মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতা‌লি গে‌ছেন ৯ হাজার ৭৩৫ জন বিতর্কিত তিন নির্বাচন পর্যালোচনা করতে কমিটি জুলাই গণঅভ্যুত্থানে নিহত হওয়ার স্থানে হবে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ সন্ধ্যার মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস সুনামির সতর্কতায় জাপানের ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র ছাড়ল সব কর্মী ভূমিকম্পের পর এবার রাশিয়ায় সুনামির আঘাত

দুবাইয়ের স্মার্ট পাম গাছে মোবাইল চার্জ

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:১৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০১৫
  • 474

750
দুবাইয়ের সমুদ্র সৈকতে লাগানো হচ্ছে স্মার্ট সোলার পাম গাছ। এই গাছ থেকে অবশ্য কোন তেল প্রদাণকারী ফল পাওয়া যাবে না। তার বদলে মিলবে মোবাইল চার্জ দেয়া সহ ওয়াই-ফাই জোনের সুবিধা। ১৯.৫ ফুট লম্বা গাছটি নয়টি পাতার মত দেখতে সোলার প্যানেল নিয়ে গঠিত যা প্রতি ঘণ্টায় ৭.২ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম!

দুবাইয়ের বুর্জ আল আরব হোটেলের কাছে এবং জাবিল পার্কে এরই মধ্যে পরীক্ষামূলকভাবে লাগানো হয়েছে এমন দুটি পাম গাছ। এই প্রতিটি গাছের সঙ্গে রয়েছে ওয়াই-ফাই হটস্পট, আটটি মোবাইল-ল্যাপটপ চার্জ দেয়ার স্টেশন এবং স্থানীয় আবহাওয়া বা ট্রান্সপোর্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ন তথ্য প্রদাণকারী একটি টাচস্ক্রিন প্যানেল।

দুবাইয়ের ডি-আইডিয়া কোম্পানী এই স্মার্ট পাম গাছটি তৈরি করেছে। তারা জানিয়েছে, ভবিষ্যতে এটিএম বুথ এবং ইউটিলিটি বিল পরিশোধের জন্য এই পামগাছটি ব্যবহার করার কথা ভাবছেন তারা। কোম্পানীটির সিইও ভিক্টর নেলেপা বলেন, “এই স্মার্ট পাম গাছটিকে আরো বিভিন্ন কাজে ব্যবহারের কথা ভাবছি আমরা। আমাদের টেকনিশিয়ানরা কাজ করে যাচ্ছেন বেশ কিছু নতুন সম্ভাবনা নিয়ে। আশা করছি ভবিষ্যতে বিদ্যুৎ শক্তি উৎপাদনের পাশাপাশি বিশুদ্ধ পানি প্রদাণ এবং বায়ু শোধনেও কাজ করবে আমাদের স্মার্ট পাম গাছ।”

ট্যাগস :

দুর্গাপূজায় ইলিশ চেয়ে বাংলাদেশ সরকারকে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের চিঠি

দুবাইয়ের স্মার্ট পাম গাছে মোবাইল চার্জ

আপডেট সময় : ০৯:১৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০১৫

750
দুবাইয়ের সমুদ্র সৈকতে লাগানো হচ্ছে স্মার্ট সোলার পাম গাছ। এই গাছ থেকে অবশ্য কোন তেল প্রদাণকারী ফল পাওয়া যাবে না। তার বদলে মিলবে মোবাইল চার্জ দেয়া সহ ওয়াই-ফাই জোনের সুবিধা। ১৯.৫ ফুট লম্বা গাছটি নয়টি পাতার মত দেখতে সোলার প্যানেল নিয়ে গঠিত যা প্রতি ঘণ্টায় ৭.২ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম!

দুবাইয়ের বুর্জ আল আরব হোটেলের কাছে এবং জাবিল পার্কে এরই মধ্যে পরীক্ষামূলকভাবে লাগানো হয়েছে এমন দুটি পাম গাছ। এই প্রতিটি গাছের সঙ্গে রয়েছে ওয়াই-ফাই হটস্পট, আটটি মোবাইল-ল্যাপটপ চার্জ দেয়ার স্টেশন এবং স্থানীয় আবহাওয়া বা ট্রান্সপোর্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ন তথ্য প্রদাণকারী একটি টাচস্ক্রিন প্যানেল।

দুবাইয়ের ডি-আইডিয়া কোম্পানী এই স্মার্ট পাম গাছটি তৈরি করেছে। তারা জানিয়েছে, ভবিষ্যতে এটিএম বুথ এবং ইউটিলিটি বিল পরিশোধের জন্য এই পামগাছটি ব্যবহার করার কথা ভাবছেন তারা। কোম্পানীটির সিইও ভিক্টর নেলেপা বলেন, “এই স্মার্ট পাম গাছটিকে আরো বিভিন্ন কাজে ব্যবহারের কথা ভাবছি আমরা। আমাদের টেকনিশিয়ানরা কাজ করে যাচ্ছেন বেশ কিছু নতুন সম্ভাবনা নিয়ে। আশা করছি ভবিষ্যতে বিদ্যুৎ শক্তি উৎপাদনের পাশাপাশি বিশুদ্ধ পানি প্রদাণ এবং বায়ু শোধনেও কাজ করবে আমাদের স্মার্ট পাম গাছ।”