ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফিলিস্তিনি জনগণকে গণহত্যা থেকে রক্ষা করতে পররাষ্ট্র উপদেষ্টার আহ্বান কমিউনিটিভিত্তিক মডেলে মাঠ-পার্ক ব্যবস্থাপনা করবে ডিএনসিসি সোহরাওয়ার্দীতে চার দিনের ‘জুলাই জাগরণ’: সাংস্কৃতিক চেতনায় ফিরে দেখা ২০২৪ বছরের প্রথম ছয় মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতা‌লি গে‌ছেন ৯ হাজার ৭৩৫ জন বিতর্কিত তিন নির্বাচন পর্যালোচনা করতে কমিটি জুলাই গণঅভ্যুত্থানে নিহত হওয়ার স্থানে হবে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ সন্ধ্যার মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস সুনামির সতর্কতায় জাপানের ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র ছাড়ল সব কর্মী ভূমিকম্পের পর এবার রাশিয়ায় সুনামির আঘাত পাবনা জেলা রেজিস্ট্রারের অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

অ্যান্ড্রয়েডের প্যাটার্ন লক সহজেই অনুমানযোগ্য!

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:১৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০১৫
  • 447

751
হ্যাকারদের কল্যাণে শক্তিশালী পাসওয়ার্ড সংযোজনে মানুষের দুর্বলতার কথা এখন সকলেই জানে। পাসওয়ার্ডের বিকল্প হিসেবে তাই নানা ধরনের বায়োমেট্রিক প্রযুক্তির ব্যবহার এখন সাধারণ হয়ে উঠেছে। তবে অ্যান্ড্রয়েড ডিভাইসের নিরাপত্তায় এখন সবচেয়ে বেশি ব্যবহূত হয়ে থাকে প্যাটার্ন লক প্রযুক্তি। অ্যান্ড্রয়েড লক প্যাটার্ন (এএলপি) নামের এই প্রযুক্তিতে নয়টি ভিন্ন ভিন্ন পয়েন্টের মধ্যে ন্যূনতম চারটি পয়েন্টের সংযোগে তৈরি করতে হয় নিজস্ব একটি প্যাটার্ন। সেটিই ব্যবহূত হয়ে থাকে অ্যান্ড্রয়েড ডিভাইসের পাসওয়ার্ডের বিকল্প হিসেবে। এতদিন পর্যন্ত এই প্যাটার্ন লক প্রযুক্তিকে যথেষ্টই শক্তিশালী মনে করা হতো। তবে নওরেজিয়ান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির গবেষক মার্টল লগি জানাচ্ছেন, অ্যান্ড্রয়েডের এই প্যাটার্ন লকের ক্ষেত্রেও প্যাটার্নে অভিনবত্ব আনতে তেমন একটা পারঙ্গম নয় অ্যান্ড্রয়েডের ব্যবহারকারীরা। মার্টল লগি তার একটি থিসিসে চার হাজারেরও বেশি অ্যান্ড্রয়েড প্যাটার্ন বিশ্লেষণ করেন এবং এর মাধ্যমেই তিনি এসব প্যাটার্নের মধ্যেকার প্যাটার্ন খুঁজে বের করতে সক্ষম হন। তার বিশ্লেষণে বেরিয়ে এসেছে, অ্যান্ড্রয়েড প্যাটার্ন লক সিস্টেমের নয়টি নোডের মধ্যে ওপরের সারির সর্ববামের নোড থেকেই প্যাটার্ন আঁকতে শুরু করেন শতকরা ৪৪ ভাগ ব্যবহারকারী। আর চারটি কোণার যেকোনো একটি থেকে প্যাটার্ন আঁকতে শুরু করেন ৭৭ শতাংশ মানুষ। প্যাটার্নের যাত্রাপথ বিশ্লেষণ করে তিনি জানান, প্যাটার্ন আঁকার ক্ষেত্রে সাধারণত বাম দিক থেকে ডান দিকে অথবা ওপর থেকে নিচের দিকে যাওয়ার প্রবণতাই বেশি লক্ষ করা গেছে। আর অর্ধেকেরও বেশি মানুষ তাদের প্যাটার্নে মাত্র চারটি নোড ব্যবহার করে থাকে, যা প্যাটার্ন অনুমানের সম্ভাবনাকে অনেক বাড়িয়ে দেয়। অ্যান্ড্রয়েডের প্যাটার্ন লকে ন্যূনতম চারটি নোডই ব্যবহার করতে হয়। মার্টল লগি আরও জানান, প্যাটার্ন আঁকার সময় সাধারণত দিক পরিবর্তনের দিকে যান না বেশিরভাগ মানুষ। তারা একরৈখিক প্যাটার্নই তৈরি করে থাকেন। এসব প্যাটার্নের আরেকটি দুর্বল দিক হলো এসব প্যাটার্নে ইংরেজি বর্ণমালার কোনো বর্ণের প্রতিরূপ তৈরি করা। সাধারণত স্বামী-স্ত্রী বা সন্তানের নামের অদ্যাক্ষর দিয়ে অ্যান্ড্রয়েড লক করার প্যাটার্ন তৈরি করে থাকেন, এমন মানুষ কম নেই। অ্যান্ড্রয়েড লক প্যাটার্ন তৈরির ক্ষেত্রে একাধিক দিক ব্যবহার করে জটিল কোনো প্যাটার্ন তৈরির পরামর্শই দিয়েছেন মার্টল লগি।

ট্যাগস :

ফিলিস্তিনি জনগণকে গণহত্যা থেকে রক্ষা করতে পররাষ্ট্র উপদেষ্টার আহ্বান

অ্যান্ড্রয়েডের প্যাটার্ন লক সহজেই অনুমানযোগ্য!

আপডেট সময় : ০৯:১৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০১৫

751
হ্যাকারদের কল্যাণে শক্তিশালী পাসওয়ার্ড সংযোজনে মানুষের দুর্বলতার কথা এখন সকলেই জানে। পাসওয়ার্ডের বিকল্প হিসেবে তাই নানা ধরনের বায়োমেট্রিক প্রযুক্তির ব্যবহার এখন সাধারণ হয়ে উঠেছে। তবে অ্যান্ড্রয়েড ডিভাইসের নিরাপত্তায় এখন সবচেয়ে বেশি ব্যবহূত হয়ে থাকে প্যাটার্ন লক প্রযুক্তি। অ্যান্ড্রয়েড লক প্যাটার্ন (এএলপি) নামের এই প্রযুক্তিতে নয়টি ভিন্ন ভিন্ন পয়েন্টের মধ্যে ন্যূনতম চারটি পয়েন্টের সংযোগে তৈরি করতে হয় নিজস্ব একটি প্যাটার্ন। সেটিই ব্যবহূত হয়ে থাকে অ্যান্ড্রয়েড ডিভাইসের পাসওয়ার্ডের বিকল্প হিসেবে। এতদিন পর্যন্ত এই প্যাটার্ন লক প্রযুক্তিকে যথেষ্টই শক্তিশালী মনে করা হতো। তবে নওরেজিয়ান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির গবেষক মার্টল লগি জানাচ্ছেন, অ্যান্ড্রয়েডের এই প্যাটার্ন লকের ক্ষেত্রেও প্যাটার্নে অভিনবত্ব আনতে তেমন একটা পারঙ্গম নয় অ্যান্ড্রয়েডের ব্যবহারকারীরা। মার্টল লগি তার একটি থিসিসে চার হাজারেরও বেশি অ্যান্ড্রয়েড প্যাটার্ন বিশ্লেষণ করেন এবং এর মাধ্যমেই তিনি এসব প্যাটার্নের মধ্যেকার প্যাটার্ন খুঁজে বের করতে সক্ষম হন। তার বিশ্লেষণে বেরিয়ে এসেছে, অ্যান্ড্রয়েড প্যাটার্ন লক সিস্টেমের নয়টি নোডের মধ্যে ওপরের সারির সর্ববামের নোড থেকেই প্যাটার্ন আঁকতে শুরু করেন শতকরা ৪৪ ভাগ ব্যবহারকারী। আর চারটি কোণার যেকোনো একটি থেকে প্যাটার্ন আঁকতে শুরু করেন ৭৭ শতাংশ মানুষ। প্যাটার্নের যাত্রাপথ বিশ্লেষণ করে তিনি জানান, প্যাটার্ন আঁকার ক্ষেত্রে সাধারণত বাম দিক থেকে ডান দিকে অথবা ওপর থেকে নিচের দিকে যাওয়ার প্রবণতাই বেশি লক্ষ করা গেছে। আর অর্ধেকেরও বেশি মানুষ তাদের প্যাটার্নে মাত্র চারটি নোড ব্যবহার করে থাকে, যা প্যাটার্ন অনুমানের সম্ভাবনাকে অনেক বাড়িয়ে দেয়। অ্যান্ড্রয়েডের প্যাটার্ন লকে ন্যূনতম চারটি নোডই ব্যবহার করতে হয়। মার্টল লগি আরও জানান, প্যাটার্ন আঁকার সময় সাধারণত দিক পরিবর্তনের দিকে যান না বেশিরভাগ মানুষ। তারা একরৈখিক প্যাটার্নই তৈরি করে থাকেন। এসব প্যাটার্নের আরেকটি দুর্বল দিক হলো এসব প্যাটার্নে ইংরেজি বর্ণমালার কোনো বর্ণের প্রতিরূপ তৈরি করা। সাধারণত স্বামী-স্ত্রী বা সন্তানের নামের অদ্যাক্ষর দিয়ে অ্যান্ড্রয়েড লক করার প্যাটার্ন তৈরি করে থাকেন, এমন মানুষ কম নেই। অ্যান্ড্রয়েড লক প্যাটার্ন তৈরির ক্ষেত্রে একাধিক দিক ব্যবহার করে জটিল কোনো প্যাটার্ন তৈরির পরামর্শই দিয়েছেন মার্টল লগি।