ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুর্গাপূজায় ইলিশ চেয়ে বাংলাদেশ সরকারকে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের চিঠি ফিলিস্তিনি জনগণকে গণহত্যা থেকে রক্ষা করতে পররাষ্ট্র উপদেষ্টার আহ্বান কমিউনিটিভিত্তিক মডেলে মাঠ-পার্ক ব্যবস্থাপনা করবে ডিএনসিসি সোহরাওয়ার্দীতে চার দিনের ‘জুলাই জাগরণ’: সাংস্কৃতিক চেতনায় ফিরে দেখা ২০২৪ বছরের প্রথম ছয় মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতা‌লি গে‌ছেন ৯ হাজার ৭৩৫ জন বিতর্কিত তিন নির্বাচন পর্যালোচনা করতে কমিটি জুলাই গণঅভ্যুত্থানে নিহত হওয়ার স্থানে হবে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ সন্ধ্যার মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস সুনামির সতর্কতায় জাপানের ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র ছাড়ল সব কর্মী ভূমিকম্পের পর এবার রাশিয়ায় সুনামির আঘাত

মেসি ফের ইউরোপ-সেরা

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:০৯:২৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০১৫
  • 386

স্পোর্টস রিপোর্টার |
790
দ্বিতীয়বারের মতো ইউরোপ সেরা ফুটবলার নির্বাচিত হলেন লিওনেল মেসি। ২০১৪-১৫ মওসুমে স্প্যানিশ ক্লাব বার্সেলোনাকে ট্রেবল শিরোপা জেতানো মেসি এর আগে ২০১০-১১ মওসুমেও ইউরোপ-সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন। গত মওসুমে বার্সেলোনাকে লা-লিগা, কোপা দেল রে’ ও ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জেতাতে ৫৮ গোল ও ৩১ অ্যাসিস্ট করেন তিনি। নির্ধারিত সাংবাদিকদের সরাসরি ভোটেই নির্বাচিত হয় ইউরোপের সেরা ফুটবলার। আর এই ভোটে মেসির কাছে হেরে গেছেন সেরা তিনের অন্য দুই তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও লুইস সুয়ারেজ। আগের বারের এ পুরস্কাজয়ী রোনালদো গত মওসুমে ৬২ গোল করেও এবার পুরস্কার জিততে পারেননি। এত গোল করলেও গত মওসুমে তার ক্লাব রিয়াল মাদ্রিদকে বড় কোন শিরোপা জেতাতে পারেননি রোনালদো। গতবার ফিফা ব্যালন ডি’অর ও ইউরোপা সেরা- দুই পুরস্কারই জেতেন রোনালদো। ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের নতুন মওসুমের ড্র অনুষ্ঠানেই মেসির হাতে পুরস্কার তুলে দেন ইউয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাতিনি। ২০১০ সালে থেকে শুরু হওয়া পুরস্কার প্রথম খেলোয়াড় হিসেবে মেসি দুবার জিতলেন। এবার পুরস্কার জিতে মেসি বলেন, ‘গত বছরটা আমাদের দারুণ গেছে। জানি না, এর পেছনে রহস্য কি। তবে দারুণ সুসংগঠিত একটি ড্রেসিং রুম পেয়েছি আমি। গত বছরটা আমার জন্য কখনও ভুলবার নয়। দলের সবাইকে অনেক ধন্যবাদ। সতীর্থরা আমাকে সাহায্য না করলে আজ আমি এখানে আসতে পারতাম না।
পাঁচ মওসুমে ইউরোপ-সেরা
বছর খেলোয়াড় ক্লাব
২০১০-১১ লিওনেল মেসি বার্সেলোনা
২০১১-১২ আন্দ্রেস ইনিয়েস্তা বার্সেলোনা
২০১২-১৩ ফ্র্যাঙ্ক রিবেরি বায়ার্ন মিউনিখ
২০১৩-১৪ রোনালদো রিয়াল মাদ্রিদ
২০১৪-১৫ লিওনেল মেসি বার্সেলোনা

ট্যাগস :

দুর্গাপূজায় ইলিশ চেয়ে বাংলাদেশ সরকারকে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের চিঠি

মেসি ফের ইউরোপ-সেরা

আপডেট সময় : ০৮:০৯:২৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০১৫

স্পোর্টস রিপোর্টার |
790
দ্বিতীয়বারের মতো ইউরোপ সেরা ফুটবলার নির্বাচিত হলেন লিওনেল মেসি। ২০১৪-১৫ মওসুমে স্প্যানিশ ক্লাব বার্সেলোনাকে ট্রেবল শিরোপা জেতানো মেসি এর আগে ২০১০-১১ মওসুমেও ইউরোপ-সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন। গত মওসুমে বার্সেলোনাকে লা-লিগা, কোপা দেল রে’ ও ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জেতাতে ৫৮ গোল ও ৩১ অ্যাসিস্ট করেন তিনি। নির্ধারিত সাংবাদিকদের সরাসরি ভোটেই নির্বাচিত হয় ইউরোপের সেরা ফুটবলার। আর এই ভোটে মেসির কাছে হেরে গেছেন সেরা তিনের অন্য দুই তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও লুইস সুয়ারেজ। আগের বারের এ পুরস্কাজয়ী রোনালদো গত মওসুমে ৬২ গোল করেও এবার পুরস্কার জিততে পারেননি। এত গোল করলেও গত মওসুমে তার ক্লাব রিয়াল মাদ্রিদকে বড় কোন শিরোপা জেতাতে পারেননি রোনালদো। গতবার ফিফা ব্যালন ডি’অর ও ইউরোপা সেরা- দুই পুরস্কারই জেতেন রোনালদো। ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের নতুন মওসুমের ড্র অনুষ্ঠানেই মেসির হাতে পুরস্কার তুলে দেন ইউয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাতিনি। ২০১০ সালে থেকে শুরু হওয়া পুরস্কার প্রথম খেলোয়াড় হিসেবে মেসি দুবার জিতলেন। এবার পুরস্কার জিতে মেসি বলেন, ‘গত বছরটা আমাদের দারুণ গেছে। জানি না, এর পেছনে রহস্য কি। তবে দারুণ সুসংগঠিত একটি ড্রেসিং রুম পেয়েছি আমি। গত বছরটা আমার জন্য কখনও ভুলবার নয়। দলের সবাইকে অনেক ধন্যবাদ। সতীর্থরা আমাকে সাহায্য না করলে আজ আমি এখানে আসতে পারতাম না।
পাঁচ মওসুমে ইউরোপ-সেরা
বছর খেলোয়াড় ক্লাব
২০১০-১১ লিওনেল মেসি বার্সেলোনা
২০১১-১২ আন্দ্রেস ইনিয়েস্তা বার্সেলোনা
২০১২-১৩ ফ্র্যাঙ্ক রিবেরি বায়ার্ন মিউনিখ
২০১৩-১৪ রোনালদো রিয়াল মাদ্রিদ
২০১৪-১৫ লিওনেল মেসি বার্সেলোনা