ঢাকা ১২:১৯ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফিলিস্তিনি জনগণকে গণহত্যা থেকে রক্ষা করতে পররাষ্ট্র উপদেষ্টার আহ্বান কমিউনিটিভিত্তিক মডেলে মাঠ-পার্ক ব্যবস্থাপনা করবে ডিএনসিসি সোহরাওয়ার্দীতে চার দিনের ‘জুলাই জাগরণ’: সাংস্কৃতিক চেতনায় ফিরে দেখা ২০২৪ বছরের প্রথম ছয় মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতা‌লি গে‌ছেন ৯ হাজার ৭৩৫ জন বিতর্কিত তিন নির্বাচন পর্যালোচনা করতে কমিটি জুলাই গণঅভ্যুত্থানে নিহত হওয়ার স্থানে হবে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ সন্ধ্যার মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস সুনামির সতর্কতায় জাপানের ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র ছাড়ল সব কর্মী ভূমিকম্পের পর এবার রাশিয়ায় সুনামির আঘাত পাবনা জেলা রেজিস্ট্রারের অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মিনিটে একশ টাইপ, তাও আবার নাক দিয়ে

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৪৬:০০ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০১৫
  • 437

একজন মানুষ সাধারণত কম্পিউটারে এক মিনিটে ৫০-৬০টি শব্দ টাইপ করতে পারে। সেখানে মিনিটে একশর বেশি শব্দ টাইপ করা তাও আবার নাক দিয়ে! এমন কাজ করেছেন এক ভারতীয় যিনি নাক দিয়ে মিনিটে একশর চাইতে বেশি ওয়ার্ড টাইপ করে অভাবনীয় এক রেকর্ড গড়েছেন। শুধু রেকর্ড নয়, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের বইয়ে নাম লিখালেন তিনি। ভারতের রাজধানী নয়াদিল্লিতে থাকেন তিনি। তার নাম বিনোদ কুমার চৌধুরী।

999

এর আগে বিশ্ব রেকর্ডের অধিকারী ছিলেন ভারতের হায়দ্রাবাদের মোহাম্মদ খুরশীদ হুসেইন। নাকের অগ্রভাগকে ব্যবহার করে মাত্র ৪৭ দশমিক ৪৪ সেকেন্ডে ১০৩টি অক্ষর লিখে এ রেকর্ড গড়েছিলেন খুরশীদ। কিন্তু, ৪৬ দশমিক ৩০ সেকেন্ডে সমান সংখ্যক অক্ষর লিখে পূর্বের রেকর্ডটি ভেঙে দিয়েছেন তিনি। অর্থাৎ, সেকেন্ডের ভগ্নাংশে শীর্ষস্থান অধিকার করেছেন বিনোদ। এ খবর দিয়েছে অনলাইন মেট্রো।খুরশীদকে গিনেস কর্তৃপক্ষ যে বাক্যটি লিখতে দিয়েছিল, সেই একই বাক্য লিখতে দেয়া হয় বিনোদকেও। খুরশীদ রেকর্ডটি গড়েছিলেন ২০১৪ সালে। বাক্যটি ছিল, ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস হ্যাভ চ্যালেঞ্জড মি টু টাইপ দিস সেনটেন্স ইউজিং মাই নৌজ ইন দ্য ফাস্টেস্ট টাইম’। অবিশ্বাস্য এ গৌরব অর্জনের পর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে বিনোদ বলছিলেন, টাইপ করা আমার পেশা এবং টাইপিংয়ের প্রতি আমার প্রবল অনুরাগ, যা আমাকে একটু ভিন্ন ও অসামান্য কিছু করতে অনুপ্রাণিত করেছে। ২০১৪ সালের ডিসেম্বরে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে তার বিশেষ এ দক্ষতা প্রদর্শন করেছিলেন তিনি। কিন্তু, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস সম্প্রতি বিনোদকে বিশ্বের দ্রুততম টাইপিস্টের স্বীকৃতি দিয়েছে। অবশ্যই, সেটা নাক দিয়ে লেখার ক্ষেত্রে।

ট্যাগস :

ফিলিস্তিনি জনগণকে গণহত্যা থেকে রক্ষা করতে পররাষ্ট্র উপদেষ্টার আহ্বান

মিনিটে একশ টাইপ, তাও আবার নাক দিয়ে

আপডেট সময় : ১২:৪৬:০০ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০১৫

একজন মানুষ সাধারণত কম্পিউটারে এক মিনিটে ৫০-৬০টি শব্দ টাইপ করতে পারে। সেখানে মিনিটে একশর বেশি শব্দ টাইপ করা তাও আবার নাক দিয়ে! এমন কাজ করেছেন এক ভারতীয় যিনি নাক দিয়ে মিনিটে একশর চাইতে বেশি ওয়ার্ড টাইপ করে অভাবনীয় এক রেকর্ড গড়েছেন। শুধু রেকর্ড নয়, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের বইয়ে নাম লিখালেন তিনি। ভারতের রাজধানী নয়াদিল্লিতে থাকেন তিনি। তার নাম বিনোদ কুমার চৌধুরী।

999

এর আগে বিশ্ব রেকর্ডের অধিকারী ছিলেন ভারতের হায়দ্রাবাদের মোহাম্মদ খুরশীদ হুসেইন। নাকের অগ্রভাগকে ব্যবহার করে মাত্র ৪৭ দশমিক ৪৪ সেকেন্ডে ১০৩টি অক্ষর লিখে এ রেকর্ড গড়েছিলেন খুরশীদ। কিন্তু, ৪৬ দশমিক ৩০ সেকেন্ডে সমান সংখ্যক অক্ষর লিখে পূর্বের রেকর্ডটি ভেঙে দিয়েছেন তিনি। অর্থাৎ, সেকেন্ডের ভগ্নাংশে শীর্ষস্থান অধিকার করেছেন বিনোদ। এ খবর দিয়েছে অনলাইন মেট্রো।খুরশীদকে গিনেস কর্তৃপক্ষ যে বাক্যটি লিখতে দিয়েছিল, সেই একই বাক্য লিখতে দেয়া হয় বিনোদকেও। খুরশীদ রেকর্ডটি গড়েছিলেন ২০১৪ সালে। বাক্যটি ছিল, ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস হ্যাভ চ্যালেঞ্জড মি টু টাইপ দিস সেনটেন্স ইউজিং মাই নৌজ ইন দ্য ফাস্টেস্ট টাইম’। অবিশ্বাস্য এ গৌরব অর্জনের পর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে বিনোদ বলছিলেন, টাইপ করা আমার পেশা এবং টাইপিংয়ের প্রতি আমার প্রবল অনুরাগ, যা আমাকে একটু ভিন্ন ও অসামান্য কিছু করতে অনুপ্রাণিত করেছে। ২০১৪ সালের ডিসেম্বরে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে তার বিশেষ এ দক্ষতা প্রদর্শন করেছিলেন তিনি। কিন্তু, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস সম্প্রতি বিনোদকে বিশ্বের দ্রুততম টাইপিস্টের স্বীকৃতি দিয়েছে। অবশ্যই, সেটা নাক দিয়ে লেখার ক্ষেত্রে।