ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অক্ষম বন্দির মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করল পাকিস্তান

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৩৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০১৫
  • 308

1285
পাকিস্তানে পক্ষাঘাতগ্রস্ত এক বন্দির মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনা স্থগিত করা হয়েছে। তার আইনজীবী একথা জানিয়েছে। পক্ষাঘাতগ্রস্ত আব্দুল বাসিত হুইলচেয়ারে থাকার কারণে তার মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বরত ম্যাজিস্ট্রেট।

নিয়মানুযায়ী, বন্দিকে ফাঁসির মঞ্চে দাঁড়াতে হয়। কিন্তু তার পা অবশ থাকায় তিনি দাঁড়াতে পারেন না। ফলে জেলের নিয়মানুযায়ী, তার মৃত্যুদণ্ড কার্যকর করতে সমস্যা দেখা দেয়। আব্দুল বাসিত কারাগারে বন্দি থাকা অবস্থায় অসুস্থ হয়ে অক্ষম হয়ে পড়েন।

৪৩ বছর বয়স্ক বাসিত খুনের অভিযোগে ছয় বছর আগে দোষী সাব্যস্ত হন এবং গত মাসে লাহোরে তার মৃত্যুদণ্ড কার্যকর করার কথা ছিল। কিন্তু তা পিছিয়ে দেয়া হয়। গত ২২ জুলাই তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চেয়ে আবেদন করলেও সুপ্রিম কোর্ট ও লাহোর হাইকোর্ট মৃত্যুদণ্ড কার্যকরে অনুমোদন দেয়। এ দণ্ড কার্যকর স্থগিতের কোনো সময়সীমা আছে কিনা তা স্পষ্ট জানা যায়নি।

ট্যাগস :

অক্ষম বন্দির মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করল পাকিস্তান

আপডেট সময় : ১১:৩৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০১৫

1285
পাকিস্তানে পক্ষাঘাতগ্রস্ত এক বন্দির মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনা স্থগিত করা হয়েছে। তার আইনজীবী একথা জানিয়েছে। পক্ষাঘাতগ্রস্ত আব্দুল বাসিত হুইলচেয়ারে থাকার কারণে তার মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বরত ম্যাজিস্ট্রেট।

নিয়মানুযায়ী, বন্দিকে ফাঁসির মঞ্চে দাঁড়াতে হয়। কিন্তু তার পা অবশ থাকায় তিনি দাঁড়াতে পারেন না। ফলে জেলের নিয়মানুযায়ী, তার মৃত্যুদণ্ড কার্যকর করতে সমস্যা দেখা দেয়। আব্দুল বাসিত কারাগারে বন্দি থাকা অবস্থায় অসুস্থ হয়ে অক্ষম হয়ে পড়েন।

৪৩ বছর বয়স্ক বাসিত খুনের অভিযোগে ছয় বছর আগে দোষী সাব্যস্ত হন এবং গত মাসে লাহোরে তার মৃত্যুদণ্ড কার্যকর করার কথা ছিল। কিন্তু তা পিছিয়ে দেয়া হয়। গত ২২ জুলাই তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চেয়ে আবেদন করলেও সুপ্রিম কোর্ট ও লাহোর হাইকোর্ট মৃত্যুদণ্ড কার্যকরে অনুমোদন দেয়। এ দণ্ড কার্যকর স্থগিতের কোনো সময়সীমা আছে কিনা তা স্পষ্ট জানা যায়নি।