ঢাকা ১০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আবারো আসছে গডজিলা

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৫৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭
  • 310

বিনোদন ডেস্ক:: কাল্পনিক চরিত্র নিয়ে ২০১৪ সালে তৈরি করা হয়েছিল ‘গডজিলা’ সিনেমা। ছবিটি মুক্তির পর তুমুল জনপ্রিয়তা পায়। সেই ধারাবাহিকতায় এবার তৈরি হচ্ছে ‘গডজিলা’ ছবির সিক্যুয়াল। নতুন পর্বের নাম ‘গডজিলা : কিং অব দ্য মনস্টারস’।

ছবিতে থাকছেন ভেরা ফারমিগা এবং কাইল চ্যান্ডলার। হলিউডের অভিনেত্রী ভেরা ফারমিগা জানিয়েছেন, তিনি ‘গডজিলা: কিং অব দ্য মনস্টারস’ ছবিতে থাকছেন।

‘গডজিলা : কিং অব দ্য মনস্টারস’ ছবিটি হলো গডজিলা ছবির সিক্যুয়াল। ভেরা ফারমিগাকে দেখা যাবে ববি মিলি ব্রাউনের মায়ের চরিত্রে। তবে ছবিতে ভেরা ফারমিগার চরিত্রের নাম এখনও প্রকাশ করা হয়নি। কাইল চ্যান্ডলারকে ছবির মূল চরিত্রে দেখা যাবে। তিনি ছবিতে একজন বৈজ্ঞানিক এবং ব্রাউনের বাবার চরিত্রে অভিনয় করবেন।

পরিচালনা করছেন মাইকেল ডগেরটি। ছবিটির স্ক্রিপ্ট জ্যাক শিল্ডস এবং মাইকেল ডগেরটি দুজন মিলে লিখেছেন। ২০১৯ সালের ২২ মার্চ মুক্তি পাবে ছবিটি। খবর কামিং সুন ডটনেট।

ট্যাগস :

আবারো আসছে গডজিলা

আপডেট সময় : ০৪:৫৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭

বিনোদন ডেস্ক:: কাল্পনিক চরিত্র নিয়ে ২০১৪ সালে তৈরি করা হয়েছিল ‘গডজিলা’ সিনেমা। ছবিটি মুক্তির পর তুমুল জনপ্রিয়তা পায়। সেই ধারাবাহিকতায় এবার তৈরি হচ্ছে ‘গডজিলা’ ছবির সিক্যুয়াল। নতুন পর্বের নাম ‘গডজিলা : কিং অব দ্য মনস্টারস’।

ছবিতে থাকছেন ভেরা ফারমিগা এবং কাইল চ্যান্ডলার। হলিউডের অভিনেত্রী ভেরা ফারমিগা জানিয়েছেন, তিনি ‘গডজিলা: কিং অব দ্য মনস্টারস’ ছবিতে থাকছেন।

‘গডজিলা : কিং অব দ্য মনস্টারস’ ছবিটি হলো গডজিলা ছবির সিক্যুয়াল। ভেরা ফারমিগাকে দেখা যাবে ববি মিলি ব্রাউনের মায়ের চরিত্রে। তবে ছবিতে ভেরা ফারমিগার চরিত্রের নাম এখনও প্রকাশ করা হয়নি। কাইল চ্যান্ডলারকে ছবির মূল চরিত্রে দেখা যাবে। তিনি ছবিতে একজন বৈজ্ঞানিক এবং ব্রাউনের বাবার চরিত্রে অভিনয় করবেন।

পরিচালনা করছেন মাইকেল ডগেরটি। ছবিটির স্ক্রিপ্ট জ্যাক শিল্ডস এবং মাইকেল ডগেরটি দুজন মিলে লিখেছেন। ২০১৯ সালের ২২ মার্চ মুক্তি পাবে ছবিটি। খবর কামিং সুন ডটনেট।