ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্রলীগের পূর্ণমিলনী উপলক্ষে রংপুর জেলা ছাত্রলীগের সভাপতির বাণী

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৪৯:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০১৭
  • 2205

বিজ্ঞপ্তি-
বাংলাদেশ ছাত্রলীগের গৌরব,ঐতিয্য ও সাফল্যের ৬৯ বছর উপলক্ষে আজকের পূর্ণমিলনী অনুষ্ঠান বিষয়ে বাণী দিয়েছেন রংপুর জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি মেহেদী হোসেন রনি।তিনি তার বাণীতে বলেন-

অতীতের ন্যায়,, ভবিষ্যতেও ছাএলীগের হাত ধরে রচিত হোক বাঙালি শ্রেষ্ঠ ইতিহাস। ইতিহাসের পাতায় পাতায় অনন্ত অহ্ময় হয়ে থাকুক ছাএলীগ এর নাম।
আমি গর্বিত
আমি জাতির জনক বঙ্গব্ন্ধু শৈখ মুজিবর এর হাতে
গড়া সংগঠন,,, বাংলাদেশ ছাএলীগের একজন কর্মী বলে ।
আজ
গৌরব – ঐতিহ্য – সংগ্রাম ও সাফল্যের —
৬৯ বছর মহামিলন মেলা।
ছাত্রলীগ একটি পরিবার। যে পরিবারের সদস্যরা দেশের প্রয়োজনে হাসতে হাসতে জীবনও দিতে পারে।
একদিন জীবনের সব আয়োজন হয়তো ফুরিয়ে যাবে, তবু এ অমলিন ভালোবাসাটুকু রয়ে যাবে প্রবলভাবে। ভালোবাসি ছাত্রলীগ। খুব বেশি ভালোবাসি তোমায়।
বাংলাদেশ ছাত্রলীগের এই মহামিলন মেলা স্বার্থক হোক, সফল হোক।
জয়-বাংলা জয়-বঙ্গবন্ধু

ট্যাগস :

ছাত্রলীগের পূর্ণমিলনী উপলক্ষে রংপুর জেলা ছাত্রলীগের সভাপতির বাণী

আপডেট সময় : ০৮:৪৯:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০১৭

বিজ্ঞপ্তি-
বাংলাদেশ ছাত্রলীগের গৌরব,ঐতিয্য ও সাফল্যের ৬৯ বছর উপলক্ষে আজকের পূর্ণমিলনী অনুষ্ঠান বিষয়ে বাণী দিয়েছেন রংপুর জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি মেহেদী হোসেন রনি।তিনি তার বাণীতে বলেন-

অতীতের ন্যায়,, ভবিষ্যতেও ছাএলীগের হাত ধরে রচিত হোক বাঙালি শ্রেষ্ঠ ইতিহাস। ইতিহাসের পাতায় পাতায় অনন্ত অহ্ময় হয়ে থাকুক ছাএলীগ এর নাম।
আমি গর্বিত
আমি জাতির জনক বঙ্গব্ন্ধু শৈখ মুজিবর এর হাতে
গড়া সংগঠন,,, বাংলাদেশ ছাএলীগের একজন কর্মী বলে ।
আজ
গৌরব – ঐতিহ্য – সংগ্রাম ও সাফল্যের —
৬৯ বছর মহামিলন মেলা।
ছাত্রলীগ একটি পরিবার। যে পরিবারের সদস্যরা দেশের প্রয়োজনে হাসতে হাসতে জীবনও দিতে পারে।
একদিন জীবনের সব আয়োজন হয়তো ফুরিয়ে যাবে, তবু এ অমলিন ভালোবাসাটুকু রয়ে যাবে প্রবলভাবে। ভালোবাসি ছাত্রলীগ। খুব বেশি ভালোবাসি তোমায়।
বাংলাদেশ ছাত্রলীগের এই মহামিলন মেলা স্বার্থক হোক, সফল হোক।
জয়-বাংলা জয়-বঙ্গবন্ধু