ঢাকা ১০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

জেসমিন ও তার একগুচ্ছ ফুল

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:০৮:১৯ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০১৭
  • 391

সাগর জাহানের রচনা ও পরিচালনায় ‘জেসমিন ও তার একগুচ্ছ ফুল’ টেলিফিল্মে দেখা যাবে অপি করিম ও ইন্তেখাব দিনারকে। আরো অভিনয় করেছেন অহনা, সাবিহা জাহান, হারুন, রিপন প্রমুখ।
টেলিফিল্মটিতে দেখা যাবে, ঘুম থেকে লাফ দিয়ে উঠে বসেন মিসিসিপি। তিনি জনপ্রিয় নায়িকা। একা এপার্টমেন্টে থাকেন, প্রায় সময় এমন ঘোলাটে স্বপ্ন দেখেন। একটা সময় খেয়াল করেন যেখানেই যান একটা বাচ্চা মেয়ে তাকে অনুসরণ করে। অথচ অন্য কেউ বাচ্চাটিকে দেখে না।
মিসিসিপির পাশে দাঁড়ায় বন্ধু সূর্য, সাইক্রিয়াটিস্ট দেখানো হয়। কিন্তু কিছুতেই লাভ হয় না। দিন দিন বাচ্চাটাকে আরো বেশি দেখতে থাকেন, পাগলপ্রায় দশা হয়। একদিন হঠাৎ মিসিসিপি মিসিসিপি বাচ্চাটার মুখোমুখি হন।
শুক্রবার দুপুর ২টা ৩৫ মিনিটে এনটিভিতে প্রচার হবে ‘জেসমিন ও তার একগুচ্ছ ফুল’।

ট্যাগস :

জেসমিন ও তার একগুচ্ছ ফুল

আপডেট সময় : ০৮:০৮:১৯ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০১৭

সাগর জাহানের রচনা ও পরিচালনায় ‘জেসমিন ও তার একগুচ্ছ ফুল’ টেলিফিল্মে দেখা যাবে অপি করিম ও ইন্তেখাব দিনারকে। আরো অভিনয় করেছেন অহনা, সাবিহা জাহান, হারুন, রিপন প্রমুখ।
টেলিফিল্মটিতে দেখা যাবে, ঘুম থেকে লাফ দিয়ে উঠে বসেন মিসিসিপি। তিনি জনপ্রিয় নায়িকা। একা এপার্টমেন্টে থাকেন, প্রায় সময় এমন ঘোলাটে স্বপ্ন দেখেন। একটা সময় খেয়াল করেন যেখানেই যান একটা বাচ্চা মেয়ে তাকে অনুসরণ করে। অথচ অন্য কেউ বাচ্চাটিকে দেখে না।
মিসিসিপির পাশে দাঁড়ায় বন্ধু সূর্য, সাইক্রিয়াটিস্ট দেখানো হয়। কিন্তু কিছুতেই লাভ হয় না। দিন দিন বাচ্চাটাকে আরো বেশি দেখতে থাকেন, পাগলপ্রায় দশা হয়। একদিন হঠাৎ মিসিসিপি মিসিসিপি বাচ্চাটার মুখোমুখি হন।
শুক্রবার দুপুর ২টা ৩৫ মিনিটে এনটিভিতে প্রচার হবে ‘জেসমিন ও তার একগুচ্ছ ফুল’।